মাগুরা সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কাজল হোসেন (৩০) উপজেলার টিলা গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, টিলা হাইস্কুলের এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত কাজল। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় কাজল ক্ষুব্ধ হয়ে শনিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে ওই ছাত্রীর ঘরে কৌশলে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোক ঘটনাস্থলে এসে পড়লে কাজল পালিয়ে যায়।
মাগুরা থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
ঘটনার পর ৩০ জানুয়ারি মাগুরা থানার পুলিশ কাজল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ভুক্তভোগীকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে উপস্থিত করলে বিচারিক হাকিম তার জবানবন্দি নেন।