মঙ্গলবার গিনি-বিসাউয়ের রাজধানীতে একটি ভবনে দেশটির প্রেসিডেন্টের সাথে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন অবস্থায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পশ্চিম আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্ট এবং সাবেক সেনা জেনারেল উমারো সিসোকো এম্বালো, তাঁর সরকারি ভবনে মন্ত্রিসভার ওই বৈঠকটি করছিলেন, যখন গুলি চালানো হয়।
এতে ঠিক কতজন লোক আহত হয়েছে, জানা না গেলেও, অন্তত দু’জন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে গুলি করেছে, তা এখনো স্পষ্ট হয়নি।
২০২০ সালের নির্বাচনে এম্বালো কে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল, তবে তাঁর প্রতিদ্বন্দ্বী ডমিঙ্গোস সিমোয়েস পেরেইরা নির্বাচনের ওই ফল মেনে নেননি।
নির্বাচনের ফলাফল কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা বিচারাধীন থাকলেও, দেশটির সামরিক বাহিনীর সমর্থন নিয়ে একটি নতুন সরকার গঠন করতে তৎপরতা শুরু করেন এম্বালো।
মাত্র ১৫ লাখ জনসংখ্যার দেশটি ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে, দেশটিতে এ পর্যন্ত চারটি অভ্যুত্থান হয়েছে এবং ১২টিরও বেশি অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে বলে, বার্তা সংস্থা এপি জানিয়েছে।
তবে এই গোলাগুলির ঘটনা আরেকটি অভ্যুত্থানের চেষ্টার ইঙ্গিত দিচ্ছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
[ এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এপি থেকে নেয়া ]।