অ্যাকসেসিবিলিটি লিংক

একজন ট্রান্সজেন্ডার নারীর মৃত্যুতে ইরাকের কুর্দিস্তানে ক্ষোভ


ইরাকের মানচিত্রে মসুল, দুহোক, কালাক, ইরবিল এবং শাকলাওয়া শহর।
ইরাকের মানচিত্রে মসুল, দুহোক, কালাক, ইরবিল এবং শাকলাওয়া শহর।

কুর্দি শহর দুহোকে ২৩ বছর বয়সী ট্রান্সজেন্ডার এক নারীর মৃত্যু ইরাকের কুর্দিস্তানের অধিকারকর্মী ও কূটনীতিকদের মাঝে ক্ষোভের সঞ্চার করেছে।

একটি সূত্র জানায় সোমবার দোস্কি আজাদকে হত্যা করে তার ভাই দেশ ছেড়ে পালিয়ে যায়। কুর্দিশ সংবাদ মাধ্যম আজাদকে তথাকথিত অনার কিলিং-এর শিকার বলে অভিহিত করে।

দুহোক পুলিশের মুখপাত্র হেমিন সুলায়মান বলেন যে, আজাদকে একটি হ্যান্ডগান দিয়ে হত্যা করা হয়েছে । তিনি ভয়েস অফ আমেরিকাকে জানান, জার্মানীতে বসবাসরত অভিযুক্ত এই হত্যাকারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আধাস্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলসহ ইরাকে হরহামেশাই অনার কিলিং-এর ঘটনা ঘটে।তবে অধিকার গোষ্ঠীগুলোর দাবি, এলজিবিটিকিউ সম্প্রদায় বিশেষত রক্ষণশীল জনগোষ্ঠীর দ্বারা বৈষম্যের শিকার হচ্ছে।

এই হত্যাকাণ্ড বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে জানিয়ে দুহোকের নারী অধিকার কর্মী হায়ফা দোস্কি বলেন যে, এই সপ্তাহের হত্যাকাণ্ডের পর অনেকেই সামাজিক মাধ্যমে তাদের আশঙ্কা প্রকাশ করেছেন।

ইরাকি কুর্দিস্তানের রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্র কনস্যুলেট বৃহস্পতিবার এক বিবৃতিতে হত্যাকাণ্ডের নিন্দা জানায় এবং স্থানীয় "কর্তৃপক্ষকে হত্যার তদন্তের এবং অপরাধীর বিচারে আইনের পূর্ণ মাত্রার ব্যবহারের" আহ্বান জানায়।

এ প্রসঙ্গে দুহোকভিত্তিক মানবাধিকার আইনজীবী আব্দুল রহমান বামেরনি বলেন, “( ট্রান্সজেন্ডার)এই মানুষগুলো এভাবেই জন্মেছে।তাই সমাজকে তাদের সেভাবেই গ্রহণ করতে হবে।একজন আপনার থেকে ভিন্ন বলেই তাকে আপনি হত্যা করতে পারেন না।”

[ভয়েস অফ আমেরিকার কুর্দি বিভাগের মূল রিপোর্ট থেকে উদ্ভূত এই প্রতিবেদনে সিরওয়ান কাজ্জো সহায়তা করেছেন]

XS
SM
MD
LG