অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা


কয়েকজন লোক শৈত্যপ্রবাহের এক সকালে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শরীর গরম রাখছেন। ৭ জানুয়ারি ২০১৭ ।
কয়েকজন লোক শৈত্যপ্রবাহের এক সকালে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শরীর গরম রাখছেন। ৭ জানুয়ারি ২০১৭ ।

বাংলাদেশের উত্তরাঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম ইউএনবিকে বলেন, “আজ সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের বাকি অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।”

তিনি বলেন, “দেশের উত্তরাঞ্চলে ভারী কুয়াশা পড়তে পারে ও সারাদেশের রাতের তাপমাত্রা কমতে এবং দিনেরবেলায় তা বাড়তে পারে।”

এদিকে সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা যায়, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়েছে, দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং মাঝরাত থেকে সকাল পর্যন্ত দেশের বাকি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা (২-৪) ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

XS
SM
MD
LG