অ্যাকসেসিবিলিটি লিংক

কুড়িগ্রামে আবারও বেড়েছে শীতের দাপট


বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে বেড়েছে কুয়াশা আর ঠান্ডা বাতাস। (ছবি- ইউএনবি)
বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে বেড়েছে কুয়াশা আর ঠান্ডা বাতাস। (ছবি- ইউএনবি)

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দুই দিনের বৃষ্টির পর কুয়াশা আর ঠান্ডা বাতাসের দাপট বেড়েছে। তবে বৃষ্টি বন্ধ হলেও আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র ঠান্ডা বাতাসের কারণে বাইরে লোক চলাচল কমে গেছে। হাট-বাজারগুলোতেও লোক সমাগম নেই বলেই চলে। তবে কর্মমুখী মানুষদের ঠান্ডা উপেক্ষা করে কর্মক্ষেত্রে বের হতে হচ্ছে। এ ছাড়া শীতের তীব্রতার কারণে দরিদ্র ও ছিন্নমূল মানুষরা দুর্ভোগে পড়েছেন।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, গত দুই দিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। রবিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

XS
SM
MD
LG