অ্যাকসেসিবিলিটি লিংক

চলে গেলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর


মুম্বাইতে এক অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। (ফাইল ছবি- এপি)
মুম্বাইতে এক অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। (ফাইল ছবি- এপি)

জীবনযুদ্ধে হার মানলেন ৯২ বছর বয়সি কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই রবিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। এদিন সকাল ৮.১২ নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

এই খবরে শোকের ছায়া নেমে এসেছে সারা ভারতজুড়ে।

করোনা সংক্রমণ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। গত মাস থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা ওঠা নামা করছিল। মাঝে পরিস্থিতি উন্নত হওয়ায় তাঁকে ভেন্টিলেশন থেকে বের করাও হয়েছিল। কিন্তু শনিবারই ফের তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। আবারও ভেন্টিলেশনে নিতে হয় বর্ষীয়ান শিল্পীকে। গত রাতেই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। তিনি জানিয়েছিলেন দিদি স্থিতিশীল রয়েছেন। তবে শেষরক্ষা হল না।

শিল্পীর প্রয়াণে এর মধ্যে দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। এই দু'দিন অর্ধনমিত থাকবে দেশের জাতীয় পতাকা।

লতা মঙ্গেশকরের মৃত্যুর সংবাদ পেতেই শোকপ্রকাশ করছেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলেই বলছেন, ভারতীয় সঙ্গীতের জগতে এ এক যুগের অবসান হল।

তাঁর মৃত্যুতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোক বার্তা আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভাগ করে নিলেন তাঁর সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক। তিনি লেখেন, "তাঁর বিদায়ের মধ্য দিয়ে যে শূন্যতা তৈরি হলো তা কোনদিন পূরণ হবার নয়।"

প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ভারতীয় সঙ্গীত জগতের এই জাদুকরের মৃত্যুতে শোকস্তব্ধ। তিনি লেখেন, "এমন শিল্পীর জন্ম শতাব্দীতে একজনেরই হয়। লতা-দিদি ছিলেন একজন ব্যতিক্রমী মানুষ। ঐশ্বরিক কণ্ঠ চিরকালের জন্য শান্ত হয়ে গেছে কিন্তু তার সুর অমর হয়ে থাকবে, অনন্তকাল ধরে প্রতিধ্বনিত হবে।"

XS
SM
MD
LG