বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) মৃত্যু কমেছে। এই সময়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। অন্য দিকে করোনা শনাক্তের হারও কমেছে। এই সময়ে ৮ হাজার ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে পৌঁছেছে।
নতুন মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ৯ জন নারী রয়েছেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আগের দিন মঙ্গলবার করোনায় ৪৩ জনের মৃত্যু এবং আট হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১০ হাজার ৭২৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ।