অ্যাকসেসিবিলিটি লিংক

কানাডায় কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে অবরোধে কয়েকটি গাড়ি কারখানা বন্ধ


ডেট্রয়েট এবং উইন্ডসরকে সংযুক্ত করা অ্যাম্বাসেডর ব্রিজের একটি দৃশ্য। ট্রাকচালক এবং তাদের সমর্থকরা কোভিড-১৯ ভ্যাকসিনের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে। ৯ ফেব্রুয়ারী ২০২২।
ডেট্রয়েট এবং উইন্ডসরকে সংযুক্ত করা অ্যাম্বাসেডর ব্রিজের একটি দৃশ্য। ট্রাকচালক এবং তাদের সমর্থকরা কোভিড-১৯ ভ্যাকসিনের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে। ৯ ফেব্রুয়ারী ২০২২।

কানাডা ও যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট-এর মধ্যবর্তী একটি সেতু বিক্ষোভকারীরা অবরোধ করলে বুধবার ফোর্ড তাদের একটি কারখানা বন্ধ করতে বাধ্য হয়। অবরোধটির ফলে গাড়ি শিল্পে বিস্তৃত প্রভাব পড়তে শুরু করেছে। কানাডার কোভিড-১৯ বিধিনিষেধের অবসানের দাবি করছেন বিক্ষোভকারীরা।

একই সময়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোভিড-১৯ বিধিনিষেধ শিথিলের বিরুদ্ধে অনড় রয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি ঐসব বিধিনিষেধ ও তার বিরুদ্ধে প্রতিবাদের কারণে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়েছেন।

ডেট্রয়েট এবং উইন্ডসর, অন্টারিও-র মধ্যবর্তী অ্যাম্বাসেডর সেতুতে, মূলত পিকআপ এ থাকা এই প্রতিবাদকারীদের বিক্ষোভটি তৃতীয় দিনে প্রবেশ করেছে। কানাডায় কোন গাড়িকে ঢুকতে দেয়া না হলেও যুক্তরাষ্ট্রমুখী গাড়িগুলোকে চলতে দেয়া হয়েছে।

এই সেতুটি দিয়ে এই দুই দেশের মোট বাণিজ্যের ২৫% পণ্য পরিবহন করা হয়ে থাকে। কানাডার কর্তৃপক্ষ এমন ঘটনার অর্থনৈতিক প্রভাব নিয়ে তাদের ক্রমবর্ধমান শঙ্কা প্রকাশ করেছে।

বুধবার দিনের শেষের দিকে ফোর্ড জানায় যে, যন্ত্রাংশের স্বল্পতার কারণে তারা উইন্ডসরে তাদের কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অনটারিও’র ওকভিলে আরেকটি সংযোজন কারখানাতেও উৎপাদন হ্রাস করতে হয়েছে তাদের।

বিক্ষোভের কারণে হওয়া স্বল্পতায় জেনারেল মটরসও মিশিগানের ল্যানসিং-এ তাদের একটি মাঝারী আয়তনের এসইউভি তৈরির কারখানায় দিনের দ্বিতীয় শিফটটি বাতিল করতে বাধ্য হয়েছে। মুখপাত্র ড্যান ফ্লোরেস জানান যে সেটি বৃহস্পতিবার পুনরায় চালুর কথা রয়েছে এবং আপাতত আর কোন বাড়তি প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

এরপর বুধবার টয়োটা’র মুখপাত্র স্কট ভাজিন বলেন যে, যন্ত্রাংশ স্বল্পতার কারণে কোম্পানীটি কানাডার তিনটি কারখানায় সপ্তাহের বাকি সময়ে আর কোন উৎপাদন করতে পারবে না। একটি বিবৃতিতে সমস্যাটির কারণ হিসেবে সরবরাহ ব্যবস্থা, আবহাওয়া ও মহামারী সংক্রান্ত চ্যালেঞ্জের কথা বলা হয়। যদিও সোমবার অবরোধটি শুরু হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই কারখানা বন্ধের এমন ঘোষণা আসে।

XS
SM
MD
LG