অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড পজিটিভ হওয়ায় ব্রিটেনের প্রিন্স চার্লস আইসোলেশনে আছেন


বৃটেনের প্রিন্স চার্লস লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট উদযাপনের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।৯ ফেব্রুয়ারী ২০২২।
বৃটেনের প্রিন্স চার্লস লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট উদযাপনের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।৯ ফেব্রুয়ারী ২০২২।

বৃটেনের প্রিন্স চার্লস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। বৃহস্পতিবার তার অফিস এ খবর জানায়।

তার টুইটার পেজের এক বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার সকালে প্রিন্স চার্লসের কোভিড পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে । এর ফলে উইনচেস্টারের অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারছেন না যা ‘গভীর হতাশার’ বলে উল্লেখ করা হয়েছে।

৭৩ বছর বয়সী চার্লস বুধবার সন্ধ্যায় লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এক বিশাল অনুষ্ঠান চলাকালীন অনেকের সাথে দেখা করেন। সঙ্গী ছিলেন তার স্ত্রী ক্যামিলা এবং অন্যান্যদের মধ্যে ব্রিটেনের ট্রেজারি চিফ ঋষি সুনাকের সংস্পর্শে এসেছিলেন।

চার্লসের অফিস ক্লারেন্স হাউস নিশ্চিত করেছে যে, তাকে টীকার বুস্টার ডোজ দেয়া হয়েছে।

তার শরীর এখন কেমন এবং তিনি সম্প্রতি তার মা রাণী দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করেছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০২০ এর মার্চে মহামারীর প্রথম ঢেউ চলাকালীন চার্লস প্রথমবার কোভিডে আক্রান্ত হন। কর্মকর্তারা জানান, তখন তার মৃদু উপসর্গ ছিল।

স্পেনের ৫৪ বছর বয়সী রাজা ষষ্ঠ ফিলিপ এবং ডেনমার্কের ৮১ বছর বয়সী রাণী দ্বিতীয় মার্গারেটও এ সপ্তাহে কোভিডে আক্রান্ত হয়েছেন।

XS
SM
MD
LG