অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলদেশে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত


বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধির মধ্যে বিপুল সংখ্যক লোক কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছে। ৩০ জানুয়ারী ২০২২।

বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও পাঁচ হাজার ২৬৮ জন। এর আগে বৃহস্পতিবার ৪১ জনের মৃত্যু এবং সাত হাজার ২৬৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শুক্রবার দেশের স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭১ জনে। এছাড়া মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১১ হাজার ৩৫৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১৭ শতাংশ।

XS
SM
MD
LG