অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ


মানচিত্রে ইয়েমেনের সানা।
মানচিত্রে ইয়েমেনের সানা।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের দক্ষিণে জাতিসংঘের পাঁচজন কর্মীকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।

জাতিসংঘের মুখপাত্র এরি কানাকো এএফপিকে বলেছেন, “মাঠ পর্যায়ের একটি মিশন শেষ করার পর বন্দর শহর এডেনে ফেরার সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আবিয়ানের দক্ষিণ গভর্নরেট থেকে পাঁচজনকে অপহরণ করা হয়”।

"জাতিসংঘ তাদের মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছে", কানাকো বলেন।

জাতিসংঘের কর্মীদের কারা অপহরণ করেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

২০১৪ সালে হুথি বিদ্রোহীদের দ্বারা রাজধানী সানা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এডেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটিতে পরিণত হয়।

সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে এই সরকারকে সমর্থন দিয়ে আসছে। এই সংঘাতে এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন।

এছাড়া সহিংসতার ফলে কয়েক লক্ষ লোক বাস্ত্যচ্যুত হয়েছে। জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে অভিহিত করেছে।

XS
SM
MD
LG