টেনিস তারকা নোভাক জোকোভিচ বলেছেন যে, আয়োজক দেশগুলোতে প্রবেশের জন্য কোভিড-১৯ টীকা নেয়া বাধ্যতামূলক হলে তিনি পরবর্তী দুটি বড় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ না করার জন্য প্রস্তুত।
মঙ্গলবার বিবিসির এক সাক্ষাৎকারে বিশ্বের এক নম্বর এই পুরুষ টেনিস খেলোয়াড় টীকা নেয়ার বিরোধিতা করে বলেন, এর ফলে মে মাসে ফ্রেঞ্চ ওপেন এবং পরের মাসে ব্রিটেনের উইম্বলডন টুর্নামেন্ট মিস করতে হলেও “এই মূল্য আমি দিতে ইচ্ছুক।“
অস্ট্রেলিয় অভিবাসন কর্মকর্তাদের সাথে ৩৪ বয়সী এই সার্বিয়ানের এক নাটকীয় অভিজ্ঞতার কয়েক সপ্তাহ পরে তিনি তার এই অবস্থান জানান। ২০২২ সালের প্রথম বড় চ্যাম্পিয়নশিপ মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগে তাকে নির্বাসিত করা হয়েছিল।এর ফলে তিনি ২১টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে রেকর্ড করার সুযোগ হারান।
জোকোভিচ ডিসেম্বর মাসেই করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ায় ভিক্টোরিয়া রাজ্য সরকার এবং অস্ট্রেলীয় টেনিস কর্তৃপক্ষ দ্বারা প্রতিষ্ঠিত দুটি স্বতন্ত্র স্বাস্থ্য প্যানেল জোকোভিচকে দেশে প্রবেশের জন্য প্রাথমিকভাবে একটি স্বাস্থ্য সংক্রান্ত ছাড় মঞ্জুর করেছিল,। তবে অভিবাসন কর্মকর্তারা তার ভিসা বাতিল করেন এবং তাকে মেলবোর্নের একটি ইমিগ্রেশন ডিটেনশন হোটেলে পাঠানো হয়।
অস্ট্রেলিয়ার একজন বিচারক তার ভিসা পুনঃস্থাপন করলেও অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক দ্বিতীয়বার তা প্রত্যাহার করেছিলেন। তার যুক্তি ছিল জোকোভিচের উপস্থিতি দেশে টিকা বিরোধী মনোভাব জাগিয়ে তুলবে।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জোকোভিচ তার কোভিড-১৯ টীকা না দেয়ার সিদ্ধান্তের পক্ষ নিয়ে বলেন, “আমার শরীরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার নীতি যেকোনো টাইটেল বা অন্যকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ”। তবে তিনি কোনো টিকাবিরোধী প্রচারাভিযানকে সমর্থন করেন না জানিয়ে বলেছেন যে, তিনি “নিজের শরীরে কী ঢোকাবেন তা বেছে নেয়ার স্বাধীনতা”য় তিনি বিশ্বাসী।
[এ প্রতিবেদনের কিছু তথ্য এপি,এএফপি ও রয়টার্স থেকে নেয়া হয়েছে ]