অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্বাবুয়ের উচ্চ আদালত ধর্মঘটকারী শিক্ষকদের বরখাস্তের  আদেশ খারিজ করেছে


জিম্বাবুয়েতে শিক্ষক ধর্মঘটের কারণে চিতুঙ্গভিজার শিঙ্গাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা নিজেরাই পড়াশোনা করছে
ছবিঃ ভিওএ
জিম্বাবুয়েতে শিক্ষক ধর্মঘটের কারণে চিতুঙ্গভিজার শিঙ্গাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা নিজেরাই পড়াশোনা করছে ছবিঃ ভিওএ

জিম্বাবুয়ের সরকার যে ধর্মঘটকারী শিক্ষকদের তিন মাসের জন্য বরখাস্ত করার আদেশ দিয়েছিল সেখানকার হাইকোর্ট তা বাতিল করে দিয়েছে। শিক্ষা মন্ত্রক তার কর্তৃত্বকে ছাড়িয়ে গেছে বলে আদালত রায় দেয়। কভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ বিরতির পর গত সপ্তাহে স্কুলগুলো যখন পুনরায় খোলার কথা ছিল ঠিক তখনই শিক্ষকরা কম বেতনের কারণে ধর্মঘট শুরু করেন। বিশ্লেষকরা বলছেনএই টানাপোড়নের মাঝে শিশুদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।

জিম্বাবুয়ের হাইকোর্ট জিম্বাবুয়ের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষামন্ত্রী এভলিন নডলভু-এর দ্বারা ধর্মঘটকারী শিক্ষকদের সাময়িক ভাবে বরখাস্ত করাকে অবৈধ বলে রায় দিয়েছেন।

জিম্বাবোয়ে হিউম্যান রাইটস এনজিও ফোরামের নোবেল চিনহানু আদালতে শিক্ষকদের প্রতিনিধিত্ব করেন।

তিনি বলেন, “আমরা আদালতের সামনে আমাদের যুক্তি উপস্থাপন করতে সক্ষম হয়েছি এবং বিচারক আমাদের এই মর্মে একটি আদেশ দিয়েছেন যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী যে প্রেস বিবৃতি জারি করেছিলেন তা অবৈধ এবং অসাংবিধানিক।” চিনহানু বলেন, "আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমাদের মক্কেল মানে ঐসব শিক্ষকদের অধিকার---যে তারা এমন ভাবে বরখাস্ত হতে পারেন না যা একটি জাতির সরকারি নিয়ম বিধির লঙ্ঘন।

সরকারি কর্মকর্তারা আদালতের রায় নিয়ে কোন মন্তব্য করেননি।

কভিড-১৯ মহামারির সময় গত বছর জিম্বাবুয়ের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয় এবং গত সপ্তাহে পুনরায় খোলার কথা ছিল।

XS
SM
MD
LG