অ্যাকসেসিবিলিটি লিংক

ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


ঠাকুরগাঁও জেলার নিশ্চিন্তপুর থেকে উদ্ধার করা কষ্টি পাথরের মূর্তি। (ছবি- ইউএনবি)
ঠাকুরগাঁও জেলার নিশ্চিন্তপুর থেকে উদ্ধার করা কষ্টি পাথরের মূর্তি। (ছবি- ইউএনবি)

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর থেকে ৫২ কেজি ৮৭০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ঠাকুরগাঁও নিশ্চিন্তপুর থেকে মূর্তিটি উদ্ধার করেছে। এর মূল্য আনুমানিক ৫২ লাখ ৮৭ হাজার টাকা।

৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান জানান, বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে গেছে। তাই কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

XS
SM
MD
LG