অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানি জঙ্গিবিমান বিধ্বস্ত, নিহত ৩: রাষ্ট্রীয় টেলিভিশন 


ইরানের তাব্রিজে জঙ্গিবিমানের দুর্ঘটনাস্থলে আগুন নেভাতে ব্যস্ত অগ্নি নির্বাপক কর্মীরা, ২১শে ফেব্রুয়ারী, ২০২২/ছবি/এএফপি
ইরানের তাব্রিজে জঙ্গিবিমানের দুর্ঘটনাস্থলে আগুন নেভাতে ব্যস্ত অগ্নি নির্বাপক কর্মীরা, ২১শে ফেব্রুয়ারী, ২০২২/ছবি/এএফপি

রাষ্ট্রীয় টেলিভিশন জানায় ইরানের একটি জঙ্গিবিমান উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাব্রিজ শহরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হলে দুজন ক্রুসহ ৩ জনের মৃত্যু হয়েছে ।

রেড ক্রিসেন্ট সংস্থার প্রধান জানান, বিমানটি একটি স্কুলে বিধ্বস্ত হয় এবং নিহতদের মধ্যে ছিলেন এলাকার একজন বাসিন্দা।

স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ বাঘের হোনারভার রাষ্ট্রীয় টেলিভিশন মাধ্যমকে জানান, করোনা মহামারীর কারণে স্কুলটি তখন বন্ধ ছিল। তিনি প্লেনটিকে এফ-ফাইভ জঙ্গি বিমান বলে শনাক্ত করেন এবং বলেন সকাল ৯টার দিকে প্লেনটি মধ্যাঞ্চলীয় তাব্রিজের মোনাজেম শহরতলিতে ভেঙ্গে পড়ে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানায় দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা তাদের ওয়েবসাইটে দুর্ঘটনা স্থলে অগ্নি নির্বাপক কর্মীদের আগুন নেভানোর ছবি দেখাচ্ছিল।

ইরানের বিমান বাহিনীতে রয়েছে বেশির ভাগ রাশিয়ার নির্মিত মিগ ও সুখোই জঙ্গি বিমান, যেগুলো সোভিয়েত আমলের এবং চীনের নির্মিত কিছু জঙ্গিবিমান।

তবে তাদের জঙ্গিবিমান বহরে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগেকার কতগুলো এফ-ফোর এবং এফ-ফাইভ বিমানও রয়েছে।

[এএফপি]

XS
SM
MD
LG