রাজধানীর নীলক্ষেত এলাকায় বইয়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে মার্কেটের দ্বিতীয় তলায় লাভলী হোটেলে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদারের কাছ থেকে জানা যায়, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন মার্কেটের নিচতলার অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
ঘটনাস্থল থেকে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এই অগ্নিকান্ডে হতাহতের কোন খবর এখনও নিশ্চিত করা যায়নি।