অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনীয়দের সংগঠিত করার চাপের মধ্যে জেলেনস্কির প্রতিরক্ষা পরিকল্পনা


ফাইল - ইউক্রেনীয় টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের সংরক্ষিতরা কিয়েভের উপকণ্ঠে সামরিক অনুশীলনে অংশ নেয়। ২৯ জানুয়ারি ২০২২।
ফাইল - ইউক্রেনীয় টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের সংরক্ষিতরা কিয়েভের উপকণ্ঠে সামরিক অনুশীলনে অংশ নেয়। ২৯ জানুয়ারি ২০২২।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সংরক্ষিত সৈনিকদের তলব করেছেন এবং সদ্য নির্মিত আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডগুলিতে স্বেচ্ছাসেবকদের জন্য সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন। তবে বিরোধী জ্যেষ্ঠ আইনপ্রণেতা এবং প্রাক্তন মন্ত্রীরা শঙ্কিত, সরকারকে সংগঠিত হওয়ার জন্য অনুরোধ সত্ত্বেও তারা বলছেন দেশটি রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত নয়।

ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে মস্কোর বিচ্ছিন্ন প্রজাতন্ত্রগুলিতে আরও বেশি রাশিয়ান বাহিনী প্রবেশের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার সাথে, দেশটির সংসদ ভারখোভনা রাডায় বিরোধী দলগুলি থেকে আরও তীব্র যুদ্ধ-পরিকল্পনার জন্য জোর দাবি জানানো হচ্ছে। তারা সরকারকে বেসামরিক প্রতিরক্ষা আদেশের খসড়া তৈরি করতে এবং ইউক্রেনীয়দের একত্রিত করার জন্য দাবি করছে।

২২শে ফেব্রুয়ারী টেলিভিশনে এক ভাষণে জেলেন্সকি বলেন, ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি রাশিয়ার হুমকি তাকে সংরক্ষিত সৈন্যদের তলব করতে বাধ্য করেছে। কিন্তু তিনি বেসামরিক লোকদের তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য আহ্বান জানিয়েছেন।বেসামরিক লোকদের সংগঠিত করা এবং নাগরিক প্রতিরক্ষায় জরুরি ভূমিকা পালনের বিষয়টি থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার রাতে সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন: “নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়ে। আমাদের অবিলম্বে ইউক্রেনের সেনাবাহিনী এবং অন্যান্য সামরিক গঠনগুলিকে নতুন করে সম্পন্ন করতে হবে।”

জেলেন্সকি কয়েক সপ্তাহ ধরে বলে আসছেন যে ইউক্রেনীয়দের শান্ত থাকা উচিত।তিনি এই মাসের শুরুতে আসন্ন আক্রমণের সতর্কতার জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের প্রকাশ্যে তিরস্কার করেছিলেন - বলেছেন যে এটি ইউক্রেনের অর্থনীতির ক্ষতি করছে এবং অযথা ইউক্রেনীয়দের আতঙ্কিত করার ঝুঁকি সৃষ্টি করছে। ভিওএকে রাজনৈতিক মিত্ররা জানিয়েছে একই কারণে তাকে প্রতিরক্ষা পরিকল্পনায় সংযত করা হচ্ছে।

XS
SM
MD
LG