অ্যাকসেসিবিলিটি লিংক

ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য বিকল্প রাস্তা খোঁজা হচ্ছে


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের মারিউপোলে সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার পর ইউক্রেনীয় ট্যাঙ্কগুলি শহরের ভেতরে ঢুকছে।২৪ ফেব্রুয়ারি ২০২২।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের মারিউপোলে সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার পর ইউক্রেনীয় ট্যাঙ্কগুলি শহরের ভেতরে ঢুকছে।২৪ ফেব্রুয়ারি ২০২২।

বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। তারপরেই আকাশসীমা বন্ধ করে দেয় ইউক্রেন। বৃহস্পতিবার সকালেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের আনতে গিয়েছিল। কিন্তু আকাশসীমা বন্ধ থাকায় বিমান ফিরে আসে। এরপরে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন ভারতের বিদেশমন্ত্রকের অফিসাররা। দ্রুত কীভাবে বিকল্প পথে ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হয়।

ইউক্রেনে এখনও আটকে আছেন কয়েক হাজার ভারতীয়। ইউক্রেনে ভারতীয় দূতাবাস থেকে তাদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। এদিন সকাল থেকে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হানার মুখে পড়েছে কিয়েভ শহর। ভারতীয় দূতাবাস থেকে বলা হয়েছে, "যে ভারতীয়রা কিয়েভে গিয়েছেন, তারা নিজেদের শহরে ফিরে আসুন। বিশেষ করে কিয়েভ শহরের পশ্চিমাঞ্চলে কখনই যাবেন না।"

এদিন সকাল থেকে কিয়েভ, ওডেসা, খারকিভ, ক্রামাতোরস্ক এবং মারিউপোলে বার বার বেজে উঠছে এয়ার রেড সাইরেন। ভারতীয় দূতাবাস বলেছে, "ইউক্রেনের বর্তমান অবস্থা খুবই অস্থিতিশীল। দয়া করে শান্ত থাকুন। যে যেখানে আছেন, সেখানেই থাকুন।"

মূলত ইউক্রেনের পূর্ব সীমান্তে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। সেখান দিয়ে বিমান চলাচল হয়ে উঠেছে বিপজ্জনক। রুশ যুদ্ধবিমান ধ্বংসের জন্য প্রস্তুত আছে ইউক্রেনের বিমান বিধ্বংসী কামান। ২০১৪ সালে ইউক্রেনের সেনার সঙ্গে রাশিয়ার অনুগামী বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ হয়। সেই গোলাগুলির মধ্যে পড়ে মালয়েশিয়ার একটি বিমান ধ্বংস হয়েছিল। ধারণা করা হয়, রাশিয়ার মিসাইলের আঘাতে বিমানটি ভেঙে পড়ে।

XS
SM
MD
LG