অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে ডাক্তারি পড়ছিলেন পশ্চিমবঙ্গের যুবক, ঠাঁই এখন বাঙ্কারে


 সুশোভন বেরা
সুশোভন বেরা

ইউক্রেনে আটকা পড়েছেন ভারতের পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা সুশোভন বেরা। কিছুদিনের মধ্যেই ভারতে ফিরতেন তিনি, ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছিল। কিন্তু সে সব ক্যানসেল করে এখন বাড়ি ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিতে হয়েছে সুশোভনকে। এদিকে দেশে তার বাড়িতে আতঙ্কে দিন কাটছে বাবা নারায়ণচন্দ্র বেরা ও মা নিভারানী বেরার।

তাদের একমাত্র ছেলে সুশোভন, ২০১৯ সালে ইউক্রেনে ডাক্তারি পড়তে গেছিলেন। এম বিবি এস থার্ড ইয়ার এখন তার।

বাবা-মা জানালেন, যদিও আজও ছেলের সঙ্গে কথা হয়েছে, কিন্তু বেশিরভাগ সময়েই তো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাই আশঙ্কায় বাবা-মা। ভারত সরকারের কাছে তাদের আবেদন, ইউক্রেনে পড়াশোনা করতে গিয়ে আটকে পড়া সমস্ত ভারতীয় ছেলেমেয়েদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

ইউক্রেনে আটকে পড়া পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিষয়ে খোঁজ খবর পাওয়ার জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে রাজ্য সরকার। এক সিনিয়র আইএএস অফিসারের নেতৃত্বে ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জানা গেছে, যেসব বাঙালিরা আটকে রয়েছেন ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে, তাদের সাহায্য করারও চেষ্টা করা হবে। সকাল ন'টা থেকে রাত ন'টা পর্যন্ত চালু থাকবে পরিষেবা। কন্ট্রোল রুমের নম্বর হল: ২২১৪৩৫২৬, ১০৭০।

তবে ইউক্রেনে কতজন আটকে আছেন, এ নিয়ে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট ধারণা নেই রাজ্য সরকারের কাছে। তাই অবিলম্বে সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। যত দ্রুত সম্ভব নিজের নিজের জেলায় কতজন ইউক্রেনে আটকে আছে সেই তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের।

মুর্শিদাবাদ, শিলিগুড়ি-সহ রাজ্যের একাধিক জেলা থেকে ইউক্রেনে আটকে থাকার খবর আসছে। যদিও সঠিক কতজন তা জানা যায়নি। আটকে থাকা ভারতীয়দের পরিবার উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন।

কীভাবে তাদের দেশে ফেরানো হবে, সেই নিয়ে একের পর এক উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। বিদেশ মন্ত্রক বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছে, পথ খুঁজছেন ভারতীয়দের ফেরানোর। বৃহস্পতিবার সকাল থেকে বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই উদ্বেগ বেড়েছে।

বৃহস্পতিবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার সময় ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষত ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়ার সংখ্যা কম নয়, তাদের দেশে ফেরানোর বিষয়ে বেশি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

XS
SM
MD
LG