অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে এক দিনে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যে চলছে বিশেষ কর্মসূচি


করোনাভাইরাসের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকা। জানুয়ারি ১৯, ২০২২। (ছবি- এএফপি)
করোনাভাইরাসের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকা। জানুয়ারি ১৯, ২০২২। (ছবি- এএফপি)

বাংলাদেশে এক দিনে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যে শনিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হয়েছে নিবন্ধন ছাড়াই টিকাদানের বিশেষ কর্মসূচি। সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে এই কার্যক্রম শুরু হয়।

এই টিকা নিতে কোনো ধরনের নিবন্ধন করতে হচ্ছে না। এমনকি যারা নিবন্ধন করেও টিকা পাননি তারাও এ কর্মসূচির মাধ্যমে টিকা নিতে পারছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে টিকাদানের কার্যক্রম চলমান রয়েছে। সাধারণত টিকাদান ৩টা পর্যন্ত চললেও আজ এই কর্মসূচি লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত চলবে।

ডা. শামসুল হক বলেন, “টিকা নিতে জন্মনিবন্ধন বা কোনো ধরনের কাগজপত্র লাগবে না। মোবাইল নম্বর দিয়েই টিকা নেওয়া যাবে। মোবাইল নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে। তাদের একটি করে কার্ড দেওয়া হবে। সেটিই হবে তার টিকা নেওয়ার প্রমাণ।”

তিনি জানান, শেষদিকে এসে করোনা টিকাদান কেন্দ্রগুলোতে টিকা আগ্রহীদের ভিড় বেড়েছে। সংক্রমণ সম্পর্কে সচেতনও হচ্ছেন তারা। পর্যাপ্ত টিকার মজুত আছে।

তিনি আরও বলেন, “টিকা কেন্দ্রের ওপর চাপ কমাতে গতকাল শুক্রবার ছুটির দিনও টিকাদান কেন্দ্রগুলো খোলা ছিল।”

XS
SM
MD
LG