রাশিয়া যখন ইউক্রেনের আরও অভ্যন্তরে প্রবেশ করছে ,নেটো তাদের জোটটির পূর্ব প্রান্ত প্রতিরক্ষার জন্য ইতিহাসে প্রথমবার তাদের রেসপন্স ফোর্স সক্রিয় করেছে।
নেটো মহাসচিব, ইয়েন্স স্টলটেনবার্গ ব্রাসেলসে সংবাদকর্মীদের বলেন, “বিগত কয়েক মাসে রাশিয়ার ব্যাপক সামরিক শক্তি সমবেত করার প্রতিক্রিয়া হিসেবে, আমরা আমাদের সকলের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করিয়েছি।” তিনি আরও বলেন, “আমাদের অবস্থান শক্তিশালী করতে এবং যে কোন পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে, আমরা ভূমিতে, সমুদ্রে এবং আকাশে নেটো রেসপন্স ফোর্সের কিছু অংশ মোতায়েন করছি।”
স্টলটেনবার্গ বলেন, “ভুল হিসাব বা ভুল বোঝাবুঝির কোন সুযোগ রাখা যাবে না। নেটোর প্রতিটি মিত্র এবং নেটো ভূখন্ডের প্রতিটি ইঞ্চি জায়গা নিরাপদ ও সুরক্ষিত রাখতে আমাদের যা করা দরকার আমরা সেটিই করব।”
সাম্প্রতিক দিনগুলিতে নেটোর বেশ কয়েকটি মিত্র রাষ্ট্র পূর্ব ইউরোপে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। অঞ্চলটিজুড়ে সৈন্য, জঙ্গিবিমান ও যুদ্ধজাহাজগুলো উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
জার্মান ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স এর ক্লডিয়া মেজর বলেন যে, নেটোর অগ্রাধিকার হল তাদের সদস্যদের প্রতিরক্ষা। তিনি বলেন, “ইউরোপীয় দেশগুলোকে এবং নেটো দেশগুলোকে সামরিক ক্ষেত্রে এই যুদ্ধের প্রভাব মোকাবেলা করতে প্রস্তুত হতে হবে। তাই ইউক্রেনকে যথাসম্ভব সহযোগিতা করার সাথে সাথে তাদের নিজেদের দেশের প্রতিরক্ষাও নিশ্চিত করতে হবে।” মেজর যোগ করে বলেন, “তাদের বেসামরিক প্রভাব যেমন, শরণার্থী সমস্যা মোকাবেলার জন্যও প্রস্তুত হতে হবে।”