অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের দেড় লক্ষ মানুষ রুশ হামলা এড়াতে দেশ ছেড়েছে, ইউরোপে সীমান্ত সংকট


পোল্যান্ডে পৌঁছেছেন ইউক্রেনের শরণার্থীরা। ফেব্রুয়ারি ২৬, ২০২২। (ছবি- এপি)
পোল্যান্ডে পৌঁছেছেন ইউক্রেনের শরণার্থীরা। ফেব্রুয়ারি ২৬, ২০২২। (ছবি- এপি)

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে ইউক্রেনের ৪০ লক্ষ মানুষ নিজের দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে পারে। চলতি সপ্তাহে এমনটি জানিয়েছে জাতিসংঘ। এর ফলে বিগত ৭০ বছরের মধ্যে ইউরোপের ভয়াবহতম শরণার্থী সঙ্কটটি তৈরি হতে পারে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ফিলিপ্পো গ্রান্ডির মতে, শনিবার সকাল পর্যন্ত ইউক্রেনের ১,৫০,০০০-এর বেশি মানুষ সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করেছে। এর মধ্যে আনুমানিক ৭৫,০০০ মানুষ পোল্যান্ডে প্রবেশ করে।

শনিবার সকালে গ্রান্ডি টুইটারের মাধ্যমে জানান যে, ইউক্রেনের ভেতরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাটিও “বৃদ্ধি পেয়ে চলেছে, তবে সামরিক পরিস্থিতিটি সঠিক সংখ্যা অনুমান করা ও সহায়তা প্রদান করা কষ্টসাধ্য করে তুলেছে”।

পোল্যান্ডের পাশাপাশি মলডোভা, রোমানিয়া, স্লোভাকিয়া এবং হাঙ্গেরী কোভিড-১৯ সংক্রান্ত সীমান্ত বিধিনিষেধ শিথিল করেছে, যাতে করে রাশিয়ার আক্রমণ থেকে পালিয়ে আসা ইউক্রেনের মানুষজন দেশগুলোতে প্রবেশ করতে পারে। পোল্যান্ডের সরকার সীমান্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়ে জানিয়েছে যে, তারা কোন আনুষ্ঠানিক কাগজপত্র দেখতে চাইবে না।

এপি’র তথ্যমতে, পোল্যান্ডের মেডিকা’র নিকটবর্তী পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে, অপেক্ষমান গাড়ীর সারিটি ১৫ কিলোমিটার দীর্ঘ হয়ে গিয়েছে।

হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিকটর ওরবান চলতি সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেন যে, শরণার্থীদের কাগজপত্র না থাকলেও হাঙ্গেরী তাদেরকে প্রবেশের অনুমতি দিবে। প্রধানমন্ত্রী ওরবান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান ইউরোপীয় মিত্রদের একজন। হাঙ্গেরী ও ইউক্রেনের মধ্যবর্তী ৮৫ মাইল দৈর্ঘের সীমান্তটি দিয়ে ইতোমধ্যেই হাজার হাজার শরণার্থী হাঙ্গেরীতে প্রবেশ করেছে। শনিবার হাঙ্গেরী এও জানায় যে, রাশিয়ার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞার বিরোধিতা করবে না দেশটি।

এর আগে এই সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, সামরিক বাহিনীতে যোগদানের যোগ্য বয়সের কোন পুরুষের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে দেশটি ত্যাগকারী শরণার্থীদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ।

অপরদিকে, যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য ৬৪০ কোটি ডলার অনুমোদন করতে কংগ্রেসের প্রতি আবেদন জানিয়েছে। এর মধ্যে কিছু অর্থ মানবিক সহায়তার জন্যও ব্যয় করা হবে।

XS
SM
MD
LG