অ্যাকসেসিবিলিটি লিংক

তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার বাংলাদেশের


বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের রহমত শাহ ব্যাট করছেন। (ছবি- মুনির উজ জামান/ এএফপি)

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

এ ম্যাচ জয়ে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেল সফরকারীরা। প্রথম দুই ম্যাচ জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে নেয় টাইগাররা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে আফগান স্পিনারদের এবার ভালোভাবে মোকাবিলা করতে পারেনি বাংলাদেশ দল।

৪৬ ওভার ৫ বল খেলে সব কটি উইকেট হারিয়ে মাত্র ১৯২ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন লিটন দাস। এর আগের ম্যাচেও তিনি সেঞ্চুরি করেন। এ ছাড়া সাকিব আল হাসান ৩০ রান এবং মাহমুদউল্লাহ করেন ২৯ রান।

আফগানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রশিদ খান। এ ছাড়া মোহাম্মদ নবী নেন দুটি উইকেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রহমান গুরবাজ ও রিয়াজ হাসানের উদ্বোধনী জুটিতে আফগানিস্তান স্কোরবোর্ডে ৭৯ রান যোগ করে। সাকিবের বলে রিয়াজ ফিরে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন গুরবাজ।

গুরবাজের শতকে ভর করে ৪০ ওভার এক বলে সাত উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করেন গুরবাজ। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক। এ ছাড়া রহমত শাহ ৪৭ রান এবং রিয়াজ করেন ৩৫ রান।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান দুটি ও সাকিব নেন একটি উইকেট।

মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে ও আফগানিস্তান দুই ম্যাচ টি-টিয়োন্টি সিরিজ খেলার কথা রয়েছে। ম্যাচ দুটি হবে ৩ ও ৫ মার্চ। দুটি ম্যাচই ঢাকায় হবে।

XS
SM
MD
LG