যুক্তরাষ্ট্রে পরিচালিত এক পরীক্ষায় জানানো হয় ফাইজারের দুটি ডোজ সম্বলিত ভ্যাকসিন বয়স্ক ছেলে-মেয়ে বা প্রাপ্ত বয়স্কদের চাইতে শিশুদের রক্ষায় কম কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
নিউ ইয়র্ক রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গবেষকেরা ১২ থেকে ১৭ বছর বয়সী এবং ৫ থেকে ১১ বছর বয়সী ৮,৫০,০০০ শিশুর তথ্য-উপাত্ত তুলনা করে দেখেন, যাদের ২০২১ সালের ১৩ই ডিসেম্বর থেকে এ বছরের ৩০শে জানুয়ারীর মধ্যে সম্পূর্ণ টিকা দেয়া হয়েছে।
সমীক্ষায় দেখা যায় ভয়াবহ অসুস্থতা ও হাসপাতালে ভর্তির ক্ষেত্রে অল্প বয়সী গ্ৰুপের বেলায় কার্যকারিতা ১০০ থেকে ৪৮ শতাংশে নেমে আসে এবং সেই তুলনায় বড় শিশুদের বেলায় তা ৮৫ থেকে ৭৩ শতাংশে নেমে যায়।
গবেষকেরা জানান অল্প বয়সী শিশুদের ১০ মাইক্রোগ্রাম ডোজ দেয়া হয়েছিল, যখন প্রাপ্ত বয়স্কদের মত বড় শিশুদের ৩০ গ্রামের ডোজ দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষুধ প্রশাসন গত মাসে ৫ বছরের কম বয়সী শিশুদের ফাইজারের টিকার পর্যালোচনা বিলম্বিত করেন, কারণ প্রাথমিক পরীক্ষায় দেখা যায় দুই ডোজ সম্বলিত টিকার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে তেমন সফল হয় নি।
ফাইজার ও তাদের জার্মান অংশীদার প্রতিষ্ঠান বায়োএনটেক বর্তমানে ৫ বছরে কম বয়সী শিশুদের এবং ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য ৩টি ডোজের টিকার ওপর পরীক্ষা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নতুন বিধিমালা যার আওতায় আমেরিকার বেশির ভাগ নাগরিক এখন মাস্ক পরিধান বর্জন করতে পারেন, তার কয়েকদিন পরেই সোমবার নিউ ইয়র্কের সমীক্ষাটি প্রকাশিত হয়।
(এই প্রতিবেদনের কিছু অংশ রয়টার্স মাধ্যম থেকে নেয়)