অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা টিকার আরও ১০ লাখ ডোজ দিল যুক্তরাজ্য


অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা। (ছবি- ইউএনবি)
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা। (ছবি- ইউএনবি)

বাংলাদেশকে করোনার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার আরও ১০ লাখ ডোজ অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাজ্য।

বুধবার (২ মার্চ) ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, টিকার এই চালানটি গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছায়।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, “আমরা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার ১০ লাখ ডোজ আসাকে স্বাগত জানাই। গত বছর কোভ্যাক্সের আওতায় ৪০ লাখ টিকা অনুদান দেয় যুক্তরাজ্য। আর এই দ্বিপক্ষীয় অনুদান ওইটার সঙ্গে যোগ হলো।”

তিনি বলেন, “যুক্তরাজ্যের এই সহায়তা মহামারির বিরুদ্ধে লড়াইকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এবং দ্রুত পুনরুদ্ধার ও একটি স্বাস্থ্যকর ও সমৃদ্ধ ভবিষ্যত গড়তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আরও জোরদার করেছে।”

হাইকমিশন জানিয়েছে, যুক্তরাজ্যের সর্বশেষ দ্বিপক্ষীয় অনুদান করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াই এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে জোরদার করবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ৪০ লাখের বেশি ডোজ অনুদান হিসেবে দেয় যুক্তরাজ্য।

XS
SM
MD
LG