অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে পাকিস্তানের ওপর পশ্চিমা চাপ বাড়ছে


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মস্কোতে তাদের বৈঠকের সময় কথা বলছেন।২৪ ফেব্রুয়ারি ২০২২।

মঙ্গলবার পাকিস্তানে পশ্চিমা কূটনৈতিক মিশনগুলো যৌথভাবে পাকিস্তানকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানানোর জন্য এবং মস্কোকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আন্তর্জাতিক আহ্বানকে সমর্থন করার আহ্বান জানিয়েছে।

২২টি দেশের রাষ্ট্রদূত এবং ইসলামাবাদে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। বিবৃতিটি এমন সময় এসেছে যখন জাতিসংঘের সাধারণ পরিষদ এই সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং সমস্ত রাশিয়ান সেনা প্রত্যাহারের দাবিতে একটি খসড়া প্রস্তাব গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ইসলামাবাদ দূতাবাস টুইট করেছে, "আমাদের সহকর্মীদের সাথে আছি।"

ইসলামাবাদ ইউক্রেনে রাশিয়ার হামলার সমালোচনা এড়িয়ে উভয় পক্ষকে একটি আলোচনার মাধ্যমে সংঘাত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।

মঙ্গলবারের যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী রাষ্ট্রদূতরা পাকিস্তানের প্রধান উন্নয়ন সহযোগী দেশগুলোর প্রতিনিধিত্ব করেন। এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, ইতালি, পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন, সুইডেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, জাপান, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া।

এদিকে পাকিস্তানে ইউক্রেনের রাষ্ট্রদূত মার্কিয়ান চৌচাকও ইসলামাবাদের কাছে রাশিয়ার হামলার নিন্দার আবেদন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় গত সপ্তাহে ক্রেমলিনে তার তিন ঘণ্টার বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে বলেছে যে তিনি "রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন" এবং বলেছেন পাকিস্তান "আশা করেছিল কূটনীতি একটি সামরিক সংঘাত এড়াতে পারে।" তিনি আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

স্নায়ুযুদ্ধের সময়কার তিক্ত প্রতিপক্ষ রাশিয়া ও পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক পুনরুদ্ধার করেছে। মস্কো এবং ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র বেইজিং বিগত ছয় বছরে পাকিস্তানে বড় অবকাঠামো প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের শীতল সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার এই দেশটিকে চীন এবং রাশিয়ার দিকে ঠেলে দিয়েছে।

XS
SM
MD
LG