অ্যাকসেসিবিলিটি লিংক

রবিবার থেকে শারীরিক উপস্থিতিতে চলবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট


বাংলাদেশ সুপ্রিম কোর্ট। (ছবি- অ্যাডোবি স্টক)

বাংলাদেশে করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আগামী রবিবার (৬ মার্চ) থেকে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ চলবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের মে মাস থেকে ভার্চুয়াল ও ক্ষেত্র বিশেষে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলে আসছিল।

এর মধ্যে ২০২১ সালের ২৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এরপর গত ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়। এরমধ্যে করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৯ জানুয়ারি থেকে ফের ভার্চুয়ালি বিচার কাজ শুরু করে সুপ্রিম কোর্ট।

XS
SM
MD
LG