অ্যাকসেসিবিলিটি লিংক

খুলনায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার


পরিত্যক্ত অস্ত্র ও গুলি
পরিত্যক্ত অস্ত্র ও গুলি

খুলনার ডুমুরিয়ায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘোনা তালতলা এলাকা থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওবাইদুর রহমান জানান, তালতলা এলাকায় প্রতিভা মণ্ডলের জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। বাড়ি করবেন বলে বৃহস্পতিবার সেখানে শ্রমিক নিয়োগ করেন তিনি। পিলারের জন্য দেড় ফুট মাটি কাটা হলে, সেখানে অস্ত্র ও গুলি দেখতে পান এক শ্রমিক। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি থানায় খবর দেন।

পরে পুলিশ সেখান থেকে একনলা বন্দুকের একটি পাইপ, দোনলা বন্দুকের একটি পাইপ, একটা এসএমসি, একনলা বন্দুকের ৬০টি গুলি, ১৮টি পিস্তলের গুলি, থ্রি নট থ্রি রাইফেলের গুলি দুইটা, ৪২টি এসএমসি’র গুলি ও এসএমসি’র একটি ম্যাগজিন উদ্ধার করে।

ওসি জানান, "এ অস্ত্র ও গুলিগুলো অনেক আগের, এগুলোতে মরিচা ধরেছে। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।"

XS
SM
MD
LG