অ্যাকসেসিবিলিটি লিংক

আটকা পড়া ২৮ বাংলাদেশি নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে: শাহরিয়ার আলম


‘বাংলার সমৃদ্ধি’
‘বাংলার সমৃদ্ধি’
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে আটকা পড়া ২৮ জন নাবিককে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক নিরাপদ আছেন। তাদের একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আমরা খুব দ্রুত তাদের ওয়ারসতে নিয়ে আসার চেষ্টা করছি।"

পোল্যান্ডে তাদের নিয়ে আসা হলে সেখানে অবস্থানকালে হাদিসুর রহমানের একটি নামাজে জানাজা হবে বলেও জানান তিনি।

এছাড়া প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহসহ তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, প্রায় ৬০০ বাংলাদেশি পোল্যান্ডে অবস্থান করছেন এবং তাদের মধ্যে ১০০ জন সরকারি ব্যবস্থায় রয়েছেন।

ইউক্রেনের অলভিয়া বন্দরের অভ্যন্তরীণ নোঙ্গরে অবস্থানরত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান (৪৭) ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।
XS
SM
MD
LG