অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে আটকে পড়া নাবিকদের রোমানিয়ায় নেয়ার চেষ্টা চলছে: বাংলাদেশের পররাষ্ট্র সচিব


ইউক্রেনে আটকে পড়া নাবিকরা
ইউক্রেনে আটকে পড়া নাবিকরা

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-এর ২৮ জন নাবিককে রোমানিয়ায় নেয়ার চেষ্টা চলছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে এখন প্রায় ৬০০ বাংলাদেশি রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, হামলার শিকার হওয়া জাহাজের নাবিকদের ইতোমধ্যেই অপেক্ষাকৃত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

গত বুধবার রকেট হামলায় এ জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফ মারা যান। জাহাজটিকে বর্তমানে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

প্রাথমিকভাবে সরকার বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ জন নাবিককে পোল্যান্ডের ওয়ারশতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

নাবিকরা তাদের সঙ্গে ৪৭ বছর বয়সী বাংলাদেশের নাগরিক নিহত নাবিক হাদিসুর রহমানের লাশও বহন করছেন।

যদি ২৮ জন নাবিক নিরাপদে ইউক্রেন ত্যাগ করতে পারেন, তবে সরকার নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের এবং নিহত থার্ড ইঞ্জিনিয়ারের লাশ দেশে ফিরিয়ে আনবে।

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বাংলার সমৃদ্ধি জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন।

যখন ক্ষেপণাস্ত্র হামলায় হাদিসুর নিহত হয়, বাংলার সমৃদ্ধি জাহাজটি তখন ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করে রাখা ছিল।

XS
SM
MD
LG