অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ইউক্রেন আক্রমণ থেকে পালিয়ে বাড়ি ফিরেছে শত শত নাইজেরিয়ান


নাইজেরিয়ার শিক্ষার্থীরা যাদেরকে ইউক্রেন থেকে রাশিয়ার আক্রমণের পর দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তারা নাইজেরিয়ার আবুজায় ন্যামদি আজিকিওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ৪ মার্চ, ২০২২, ছবি- এপি
নাইজেরিয়ার শিক্ষার্থীরা যাদেরকে ইউক্রেন থেকে রাশিয়ার আক্রমণের পর দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তারা নাইজেরিয়ার আবুজায় ন্যামদি আজিকিওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ৪ মার্চ, ২০২২, ছবি- এপি

গত সপ্তাহে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন থেকে পালিয়ে আসা প্রায় ২০০০ নাইজেরিয়ান স্বদেশে ফেরার পথে। নাইজেরিয়ার কর্তৃপক্ষ বলছে, রাশিয়া যখন হামলা চালায় তখন ইউক্রেনে নাইজেরিয়ার ৮,০০০ নাগরিক ছিল, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

ইউক্রেন থেকে সরে আসা প্রথম দফায় ৪১৫ জনকে নিয়ে রোমানিয়া থেকে একটি ফ্লাইট আবুজা আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকাল ৭ টার দিকে পৌঁছায়।

স্থানান্তরিত লোকেরা বিমান থেকে একটি ওয়েটিং রুমে যান, যেখানে তারা ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ), পররাষ্ট্র মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রকের কর্মকর্তাদের সাথে দেখা করেন।

অরুনর ওটোব্রিজ, ইউক্রেনে অধ্যয়নরত ছিলেন, তিনি ছিলেন মেডিকেলের শেষ বর্ষের ছাত্র, তাঁর স্নাতক হতে মাত্র তিন মাস বাকি ছিল।

ওটোব্রিজ বলেন, "আমরা পরিস্থিতির অবনতি ঘটবে এমনটি আশা করিনি, এটি আশ্চর্যজনক ছিল। আমরা ঘুমাচ্ছিলাম এবং বোমার শব্দে আমরা জেগে উঠেছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে নির্দিষ্ট শহরগুলিকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে" ।

বিমানবন্দরে, সরিয়ে নেওয়া ব্যক্তিদের কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছিল এবং বাড়িতে ফেরার জন্য তাদের ১০০ ডলার নগদ দেওয়া হয়েছিল।

নাইজেরিয়ান কর্তৃপক্ষ বলেছে যে দিনে আরও পরের দিকে আরও কয়েকশ লোক আসবে বলে আশা করা হচ্ছে।

তারা বলছে যে তারা প্রায় ৮০০০ নাইজেরিয়ানকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। যাদের মধ্যে অনেকেই ইউক্রেন থেকে হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়াতে পালিয়েছে। এদের মধ্যে অধিকাংশই হচ্ছে তরুণ যারা ইউক্রেনিয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল।

XS
SM
MD
LG