অ্যাকসেসিবিলিটি লিংক

মালির মধ্যাঞ্চলে জঙ্গি হামলায় অন্তত ২৭ জন সৈন্য নিহত হয়েছে


মালি মানচিত্র
মালি মানচিত্র

মালি সরকার জানিয়েছে, শুক্রবার মালির মধ্যাঞ্চলের একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় কমপক্ষে ২৭ জন সেনা নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মনদোরোর একটি গ্রামাঞ্চলে গাড়ি বোমা হামলার পর সাতজন সৈন্য এখনও নিখোঁজ রয়েছে।

কোন জঙ্গি গোষ্ঠী দায়ী তা উল্লেখ না করেই বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর গুলিতে ৭০ জন জঙ্গি নিহত হয়েছে।

উল্লেখ্য, আল-কায়েদা এবং ইসলামিক স্টেট উভয়ের সহযোগীরা মধ্য মালিতে সক্রিয়।

২০১২ সালে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিরা মালির উত্তরাঞ্চলীয় মরুভূমি দখল করার পর থেকে মালিতে কট্টর ইসলামপন্থী গোষ্ঠীর উত্থান ঘটে। তাদের প্রতিহত করতে পরের বছর সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সকে হস্তক্ষেপ করতে বাধ্য করেছিল।

জঙ্গিরা তখন থেকে নিজেদের পুনঃসংগঠিত করে মালির গ্রামাঞ্চলের বিস্তীর্ণ অংশ দখল করেছে। পাশাপাশি নিজার , বুর্কিনা ফাসো এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলিতেও তারা ছড়িয়ে বিস্তৃত হয়েছে।

ফ্রান্স ২০১৩ সাল থেকে এই অঞ্চল জুড়ে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে তবে গত মাসে ঘোষণা করেছে যে তারা ক্ষমতাসীন সামরিক জান্তার সাথে সম্পর্ক খারাপ হওয়ায় মালি থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে।

XS
SM
MD
LG