অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের মানবাধিকার প্রধান মে মাসে চীন সফর করবেন


পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবানচেং-এর উরুমকি 3 নং ডিটেনশন সেন্টার। এটি চীনের বৃহত্তম আটক কেন্দ্র, এর আয়োতন ভ্যাটিকান সিটির দ্বিগুণ এবং এতে কমপক্ষে ১০,০০০ বন্দীদের জন্য জায়গা রয়েছে। ২৩ এপ্রিল, ২০২১ (ছবি-এপি মার্ক / শেফেলবেইন)
পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবানচেং-এর উরুমকি 3 নং ডিটেনশন সেন্টার। এটি চীনের বৃহত্তম আটক কেন্দ্র, এর আয়োতন ভ্যাটিকান সিটির দ্বিগুণ এবং এতে কমপক্ষে ১০,০০০ বন্দীদের জন্য জায়গা রয়েছে। ২৩ এপ্রিল, ২০২১ (ছবি-এপি মার্ক / শেফেলবেইন)

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেছেন, তিনি মে মাসে জিনজিয়াং প্রদেশ সহ চীন সফর করবেন।

মিশেল ব্যাচেলে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেছেন যে এই দীর্ঘ বিলম্বিত সফর এখন ঘটবে।

তিনি বলেন, "আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা সম্প্রতি এই সফরের জন্য চীন সরকারের সাথে একটি চুক্তিতে পৌঁছেছি," ।

অনেক পশ্চিমা দেশ চীনের বিরুদ্ধে জিনজিয়াংয়ের প্রায় ১০ লক্ষ উইঘুর জাতিগোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে। মানবাধিকার গোষ্ঠীগুলি বেইজিং-এর বিরুদ্ধে পুনর্শিক্ষা শিবির পরিচালনা, জোরপূর্বক শ্রম ব্যবহার এবং জোরপূর্বক নির্বীজন করার অভিযোগ এনেছে।

চীন অভিযোগগুলি অস্বীকার করে বলেছে, উইঘুর পুনর্শিক্ষা শিবিরগুলো মুসলিম গোষ্ঠীর মধ্যে উগ্রবাদ মোকাবিলা করার জন্য করা হয়েছে।

চীন দীর্ঘদিন ধরে বলেছে যে তারা ব্যাচেলের সফরকে স্বাগত জানিয়েছে তবে মনে হয়েছে "অর্থপূর্ণ এবং নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার" এর জন্য ব্যাচেলের দাবিগুলির ব্যাপারে তারা অন্তরায় সৃষ্টি করেছে ।

ব্যাচেলে মঙ্গলবার কাউন্সিলকে বলেন যে ওএইচসিএইচআর থেকে একটি অগ্রিম দল আগামী মাসে চীনে যাবে।

জেনেভায় জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত চেন জু বলেছেন, "আমরা এই মে মাসে হাইকমিশনারের জিনজিয়াং সফরকে স্বাগত জানাই এবং চীন এই সফরের জন্য ভাল প্রস্তুতি নিতে তার অফিসের সাথে একসাথে কাজ করবে"।

ব্যাচেলের ঘোষণায় জিনজিয়াং পরিস্থিতির উপর জাতিসংঘের অধিকার অফিসের আসন্ন প্রতিবেদনে একটি হাল নাগাদ তথ্য অন্তর্ভুক্ত ছিল না।

জানা গেছে যে এটি গত আগস্টে প্রস্তুত করা হয়েছে এবং ওএইচসিএইচআরের একজন মুখপাত্র ডিসেম্বরে বলেছিলেন যে এটি কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার ব্যাচেলেকে “আর বিলম্ব না করে” প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছে।

গ্রুপটি একটি বিবৃতিতে বলেছে, "ঝিনজিয়াংয়ে উইঘুর, কাজাখ এবং অন্যান্য মুসলিম প্রধান সংখ্যালঘুদের লক্ষ্য করে চীন সরকারের মানবতার বিরুদ্ধে অপরাধগুলি ভালভাবে নথিভুক্ত করা হয়েছে, তবে আমরা এখনও জাতিসংঘের মানবাধিকার কার্যালয় দ্বারা পরিস্থিতির দিকে অর্থপূর্ণভাবে নজর দেয়ার কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না," ।

[এই প্রতিবেদনে কিছু তথ্য রয়টার্স এবং এএফপি থেকে এসেছে]

XS
SM
MD
LG