অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশি জাহাজের ২৮ নাবিক


ইউক্রেন থেকে দেশে ফেরা বাংলাদেশি নাবিকদের কয়েকজন। (ছবি- ইউএনবি)
ইউক্রেন থেকে দেশে ফেরা বাংলাদেশি নাবিকদের কয়েকজন। (ছবি- ইউএনবি)

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি “এমভি বাংলার সমৃদ্ধি” জাহাজের ২৮ নাবিক বাংলাদেশে ফিরেছেন। বুধবার (৯ মার্চ) দুপুরে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী ফ্লাইটটি। ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে বাংলাদেশে ফেরেন এই ২৮ বাংলাদেশি নাবিক।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নাবিকদের নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানান, তারা ইউক্রেন থেকে মলদোভা হয়ে গত ৬ মার্চ রোমানিয়ায় পৌঁছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ “বাংলার সমৃদ্ধি” গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙ্গর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে জাহাজটি আটকা পড়ে। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন। গত ২ মার্চ বুধবার রকেট হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

XS
SM
MD
LG