অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের কুমিল্লা জেলায় ট্রেনে কাটা পড়ে তিন শিশু শিক্ষার্থী নিহত


কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন শিশু শিক্ষার্থী নিহত। (ছবি- ইউএনবি)
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন শিশু শিক্ষার্থী নিহত। (ছবি- ইউএনবি)

বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে তিন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে বিজয়পুর লেভেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—মীম (১২), তাসফিয়া (১১) ও রিমা (১১)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত পাল জানান, বেলা পৌনে ১২টার দিকে বিজয়পুর লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী “মহানগর প্রভাতী” ট্রেনে ওই তিন শিক্ষার্থী কাটা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার পর স্থানীয় লোকজন কুমিল্লা-নোয়াখালী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন।

XS
SM
MD
LG