অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষতিগ্রস্ত মন্দির এবং হিন্দু ব্যবসাপ্রতিষ্ঠান পুনঃনির্মাণে শিগগিরই তহবিল বিতরণ করবে বাংলাদেশ সরকার


একটি ধর্মীয় উৎসব চলাকালীন হিন্দু দেবতা হনুমানের একটি মূর্তির হাঁটুতে কোরান রাখার ফুটেজ নিয়ে ক্ষোভের পরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ জুড়ে কয়েকশ হিন্দু মন্দির ভাঙচুর করা হয়। ছবিতে কুমিল্লায় একটি মন্দির দেখা যাচ্ছে। ১৪ অক্টোবর, ২০২১, ছবি- এএফপি

গত বছরের দুর্গোৎসবে হামলায় নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত মন্দির, পূজা মণ্ডপ ও দোকান পুনঃনির্মাণে সহায়তা করতে হিন্দু সম্প্রদায়কে ৪৪ কোটি ৭৫ লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের ৩১টি মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শিগগিরই ৪৪ কোটি ৭৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম আশরাফ সিদ্দিক বিটু স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকেও একই ধরনের সহায়তা দিচ্ছে।

XS
SM
MD
LG