অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা, 'গুরুতর উত্তেজনা বৃদ্ধি'র সতর্কবাণী যুক্তরাষ্ট্রের 


ফাইল ছবি: জনগণ দক্ষিণ কোরিয়ার একটি রেলওয়ে স্টেশনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করছেন, ৫ই মার্চ, ২০২২/এএফপি
ফাইল ছবি: জনগণ দক্ষিণ কোরিয়ার একটি রেলওয়ে স্টেশনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করছেন, ৫ই মার্চ, ২০২২/এএফপি

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন,উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) সিস্টেমের পরীক্ষা। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে এবং উত্তেজনার "গুরুতর বৃদ্ধি" সম্পর্কে সতর্ক করেছে।

পেন্টাগনের মুখপাত্র জন কারবির এক বিবৃতিতে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি এবং ৪ মার্চের উৎক্ষেপণে ICBM কতদূর যেতে পারে তা প্রদর্শন করেনি তবে সম্ভবত মহাকাশে উৎক্ষেপণের অজুহাতে পূর্ণ পরিসরে ভবিষ্যতের একটি পরীক্ষা পরিচালনার আগে নতুন সিস্টেমের মূল্যায়ন করা এর উদ্দেশ্যে ছিল।

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সোহে স্যাটেলাইট উৎক্ষেপণ স্থল পরিদর্শন করেছেন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে বলা হয়েছে, কিম "উৎক্ষেপণ স্থলে বেশ কয়েকটি নতুন উপাদান তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেছেন যাতে ভবিষ্যতে বিভিন্ন বাহক রকেট দ্বারা শত্রুপক্ষের অবস্থান জানার জন্য সামরিক স্যাটেলাইট এবং অন্যান্য বহুমুখী উপগ্রহ উৎক্ষেপণ করা যায়।"

কিম এবং যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার উত্তেজনা সর্বোচ্চ শিখরে থাকার সময় অর্থাৎ ২০১৭ সালে আইসিবিএম (ICBM) উৎক্ষেপণ পরিচালনা করার পর থেকে উত্তর কোরিয়া আর তা করেনি। এক বছর আগে উত্তর কোরিয়া একটি স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করেছিল।

উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে নিষিদ্ধ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আড়াল করে উত্তর কোরিয়ার একই ধরণের পরীক্ষা হিসেবে দেখে।

নাম প্রকাশ না করার শর্তে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এই পরীক্ষাকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে "গুরুতর শক্তিবৃদ্ধি" হিসেবে বর্ণনা করেছেন। কর্মকর্তাটি আরও বলেন, শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি উত্তর কোরিয়াকে "বিদেশী পণ্য এবং প্রযুক্তির নাগাল পাওয়া যা দেশটিকে অস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে সক্ষম করে" এমন পণ্যের প্রাপ্তি থেকে বিরত রাখতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবে ।

শুক্রবার, দিনে আরও আগের দিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে তারা বিশ্বাস করে, উত্তর কোরিয়া একটি আইসিবিএম (ICBM) পরীক্ষা করেছে।

XS
SM
MD
LG