অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনকে সহায়তার বিলে সিনেটের চূড়ান্ত অনুমোদন 


ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে ক্যাপিটাল ভবনের কাছে পেনসিলভেনিয়া
এভিনিউতে, ৫ই মার্চ, ২০২২/এপি
ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে ক্যাপিটাল ভবনের কাছে পেনসিলভেনিয়া এভিনিউতে, ৫ই মার্চ, ২০২২/এপি

অবরুদ্ধ ইউক্রেন এবং দেশটির ইউরোপীয় মিত্রদের জন্য উত্থাপিত ১,৩৬০ কোটি ডলারের সামরিক ও মানবিক সহায়তার একটি জরুরি তহবিল, বৃহস্পতিবার সহজেই কংগ্রেসে পাস হয়ে যায়। প্রশাসনব্যাপী ব্যয়ের একটি বৃহত্তর প্রস্তাবের অংশ ছিল সেটি। প্রস্তাবটি নির্ধারিত সময়ের পাঁচ মাস পর পাস হলেও, উভয় দলের জন্যই সেটি যথেষ্ট রাজনৈতিক জয় বয়ে আনে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণে হাজার হাজার মানুষের মৃত্যু এবং ২০ লক্ষেরও বেশি মানুষের নিজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সিনেট দেড় লক্ষ কোটি ডলারের সার্বিক এই বিলটি ৬৮-৩১ ভোটে অনুমোদন করে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা এই নির্বাচনের বছরটিতে মূদ্রাস্ফীতি বৃদ্ধি, জ্বালানী নীতি এবং মহামারী বিষয়ক ঝুলে থাকা নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক করেছেন। তবে ইউক্রেনে সহায়তা পাঠানো বিষয়ে প্রায় সকলেই একমত ছিলেন। নিষ্ঠুর বলপ্রয়োগের বিরুদ্ধে দেশটির অদম্য প্রতিরোধ অগণিত ভোটারকে অনুপ্রাণিত করেছে।

সমঝোতার বিলটি বুধবার খুব সহজেই পাশ হয়ে যায়। প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরটিও নিশ্চিতই ছিল।

হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেন যে, অনুমোদনটি “আরও একবার প্রমাণ করে যে, আমেরিকানদের জন্য সুফল বয়ে আনতে উভয় দলের সদস্যরাই এক হতে পারে”– এটি এমন একটি বিষয় যেটি আজকাল সচরাচর দেখা যায় না।

১,৩৬০ কোটি ডলারের মধ্যে প্রায় অর্ধেক, ইউক্রেনকে অস্ত্রে সজ্জিত করতে ও সরঞ্জাম প্রদান করতে এবং পার্শ্ববর্তী দেশে যুদ্ধ নিয়ে সন্ত্রস্ত পূর্ব ইউরোপের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সেনা পাঠাতে পেন্টাগনের ব্যয় নির্বাহ করতে ব্যবহার করা হবে। বাকি অর্থের ব্যবহারের বেশির ভাগটিতেই রয়েছে মানবিক ও অর্থনৈতিক সহায়তা, আঞ্চলিক মিত্রদের প্রতিরক্ষা জোরদার করা এবং তাদের জ্বালানী সরবরাহ ও সাইবার নিরাপত্তা বিষয়ক চাহিদাকে রক্ষা।

XS
SM
MD
LG