অ্যাকসেসিবিলিটি লিংক

কিয়েভের কাছে এবং ইউক্রেনের অন্য শহরে ভয়ঙ্কর সংঘর্ষ চলছে


ইউক্রেনের পশ্চিমে একটি সমাধিস্থলে নিহতদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ, ১২ই মার্চ, ২০২২/এপি
ইউক্রেনের পশ্চিমে একটি সমাধিস্থলে নিহতদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ, ১২ই মার্চ, ২০২২/এপি

ইউক্রেনের রাজধানী শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে জড়ো হয়েছে রুশ সেনাবহর। এর মধ্যে শনিবার কিয়েভের উত্তর-পশ্চিমে এবং আরও কয়েকটি শহরে ভয়ঙ্কর লড়াইয়ের খবর পাওয়া গেছে।

বেশ কয়েকটি শহরে বাসিন্দাদের বিমান হামলার আগাম সতর্কবার্তা দিতে রাতের বিভিন্ন সময় সাইরেন বাজানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলছে, তারা ভাসিলকিভ শহরের কাছে ইউক্রেনের একটি বিমানঘাঁটি ধ্বংস করেছে। কাছাকাছি একটি গোলাবারুদ ডিপোও ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রক বলেছে যে, রুশ বাহিনী শনিবার (১২ মার্চ) মারিউপোলের একটি মসজিদে গোলা বর্ষণ করেছে, যেখানে ৮০ জন লোক আশ্রয় নিয়েছিলেন। মসজিদে থাকা কয়েকজন তুরস্কের বলে জানা গেছে।

কিয়েভ, সুমি ও অন্য অঞ্চলে সহিংসতা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে শনিবার বেশ কয়েকটি মানবিক করিডোর খোলার কথা রয়েছে।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক একটি ভিডিও ভাষণে বলেছেন, “আমি আশা করি দিনটি ভালো যাবে, পরিকল্পনা অনুসারে সকল করিডোর উন্মুক্ত থাকবে, এবং রাশিয়া যুদ্ধবিরতির প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ থাকবে”।

রাশিয়া ইউক্রনের পশ্চিমের অঞ্চলগুলোকে লক্ষ্য করে যুদ্ধক্ষেত্র প্রসারিত করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মস্কোর ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর মধ্যেই রাশিয়া কিয়েভের কাছে সেনাদের পুনর্গঠন করছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের একজন উর্ধতন প্রতিরক্ষা কর্মকর্তা, গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করার সময় নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে, রাশিয়া পশ্চিম ইউক্রেনের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করেছে। রাশিয়া শুক্রবার লুটস্ক এবং ইভানো-ফ্রাঙ্কিভস্কের বিমানঘাঁটিতে আঘাত করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেখান থেকে ৮০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে তার একটি অংশ এটি।

অন্য প্রধান শহরগুলো, যেমন মারিউপোল ও চেরনিহিভ, ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

মারিউপোলে ইউক্রেনের কর্মকর্তারা শুক্রবার বলেছেন যে, রাশিয়া শহরটিতে আক্রমণ শুরু করার পর থেকে দেড় হাজারেরও (১৫০০) বেশি লোক নিহত হয়েছেন। যদিও সংখ্যাটি আলাদা করে নিশ্চিত করা সম্ভব নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার সম্প্রচারিত একটি ভিডিওতে সংক্ষেপে বলেছেন যে, তার সামরিক বাহিনী একটি “কৌশলগত বাঁকে” পৌঁছে গেছে।

পরে শুক্রবার সম্প্রচারিত অন্য একটি ভিডিওতে জেলেনস্কি রাশিয়াকে দক্ষিণাঞ্চলীয় মেলিটোপোল শহরের মেয়রকে অপহরণ করার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন যে, রুশ বাহিনী “সন্ত্রাসবাদের নতুন পর্যায়ে পৌঁছে গেছে, সে কারণেই তারা স্থানীয় ইউক্রেনীয় কর্তৃপক্ষের বৈধ প্রতিনিধিদের নির্মূল করার চেষ্টা করছে।”

নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র শুক্রবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের পরিবারসহ বেশ কিছু অলিগার্ক এবং অভিজাতদের ওপর নিষেধাজ্ঞাসহ রাশিয়া থেকে সামুদ্রিক খাবার, মদ এবং হীরা আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, ইওরোপীয় ইউনিয়ন এবং সাতটি শীর্ষস্থানীয় শিল্পোন্নত দেশের জোট ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক স্থগিত করবে বলে ঘোষণা দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র উপরোক্ত নিশেধাজ্ঞা জারি করে।

রাশিয়ার “মোস্ট ফেভারড নেশন” বাণিজ্যিক মর্যাদা প্রত্যাহার করার ফলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা অনেক রুশ পণ্যের ওপর শুল্ক বাড়ানোর প্রক্রিয়া শুরু করবে, যার ফলে রাশিয়ার অর্থনীতি আরও দুর্বল হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছে, এর ফলে এই বছর একটি “গভীর মন্দার” সৃষ্টি হবে৷

ইইউ শুক্রবার রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞাও ঘোষণা করেছে, যার মধ্যে রাশিয়া থেকে লোহা ও ইস্পাত পণ্য আমদানি এবং রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।

কূটনৈতিক যুদ্ধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার জন্য যুদ্ধের পরিণতি আরও ভয়াবহ করতে যুক্তরাষ্ট্র এবং মিত্রদের পদক্ষেপের বিষয়ে জেলেন্সকিকে অবহিত করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস রোমানিয়া সফরের সময় বলেন যে, পুতিন সংঘাতের কূটনৈতিক সমাধানের জন্য কোনো সদিচ্ছা প্রকাশ করেননি। ওয়াশিংটন মস্কোকে ইউক্রেনে রুশ বাহিনীর দ্বারা যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে পর্যালোচকদের অভিযোগের বিষয়ে সতর্ক করার একদিন পরেই এই মন্তব্য করেন হ্যারিস।

পুতিন শুক্রবার হ্যারিসের দাবির বিরোধিতা করে সংক্ষেপে বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং “এখন প্রায় প্রতিদিনই আলোচনা হচ্ছে।”

যুদ্ধাপরাধের অভিযোগ

হ্যারিস এই সপ্তাহের শুরুতে পোল্যান্ডে বলেন, তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে জাতিসংঘের তদন্তকে সমর্থন করছেন। এই তদন্তে “সম্ভাব্য সকল অধিকার লঙ্ঘন এবং অপব্যবহার ও সংশ্লিষ্ট সব অপরাধগুলো” খতিয়ে দেখা হবে।

ইউক্রেনে একটি প্রসূতি ওয়ার্ডসহ একটি শিশু হাসপাতালে রাশিয়ার বিমান হামলার একদিন পরে হ্যারিস এই মন্তব্য করেন। ইউক্রেনের কর্মকর্তাদের মতে, মারিউপোলে হামলায় একজন শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

রাশিয়া ইউক্রেনে তাদের আক্রমণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।

নিরাপত্তা পরিষদের বৈঠক

জাতিসংঘের নিরস্ত্রীকরণবিষয়ক উর্ধতন প্রতিনিধি ইজুমি নাকামিতসু শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেছেন যে, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তায় জৈবিক বা রাসায়নিক অস্ত্র তৈরির বিষয়ে জাতিসংঘ “জ্ঞাত নয়”। রাশিয়া কোনো প্রমাণ ছাড়াই এই অভিযোগ করেছে বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে। সিরিয়া বিষয়ে একটি অধিবেশন চলাকালে রাশিয়া কর্তৃক জৈবিক অস্ত্রের উৎপাদনের বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে রাশিয়া বৈঠক ডাকতে অনুরোধ জানায়।

XS
SM
MD
LG