অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের নওগাঁ জেলায় হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড


আদালত। (ছবি- অ্যাডোবে স্টক)
আদালত। (ছবি- অ্যাডোবে স্টক)

বাংলাদেশের নওগাঁ জেলায় এক সঙ্গে তিনজনকে হত্যা (ট্রিপল মার্ডার) মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড এবং একজনের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার অপর ১০ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২–এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া অভিযুক্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া অভিযুক্তরা হলেন—নওগাঁর বদলগাছী উপজেলা মিঠাপুর ইউনিয়নের উজালপুর গ্রামের সাইদুল ইসলাম, আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ আলী, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। এদের মধ্যে সাইদুল ইসলাম, জায়েদ আলী ও সোহাগ আলী পলাতক রয়েছেন। আমৃত্যূ যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে হাসেম আলীর। তিনি বদলগাছীর উজালপুর গ্রামের বাসিন্দা।

মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারক হাসান মাহমুদুল ইসলাম বলেন, সামান্য বিষয় থেকে এই ধরনের হত্যাকাণ্ড খুবই মর্মান্তিক। এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সমাজে একটা বার্তা দেওয়া উচিত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের উজালপুর গ্রামের শহিদুল ইসলাম ও তার ভাই আমজাদ হোসেন এবং শ্যালক আব্দুল ওয়াদুদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষ হাসেম আলী, সাইদুল ইসলাম, আইজুল হক ও হেলাল হোসেনসহ অন্য অভিযুক্তদের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে ২০১৪ সালের ৬ জুন বিকেল ৩টার দিকে তাদের তিনজনকে হত্যা করা হয়।

২০ অভিযুক্তের মধ্যে ৯ জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্যু কারাদণ্ডে সাজা দিয়েছেন আদালত। এ মামলার রায়ে বাদী পক্ষ প্রতিক্রিয়ায় বলেন, তারা অত্যন্ত খুশি।

মামলার বাদী নিহত শহিদুল ইসলামের ছেলে মো. ফরহাদ হোসেন বলেন, “এই রায়ে আমরা খুশি। অবিলম্বে অভিযুক্তদের সাজা কার্যকর হলে আবার বাবা, চাচা ও মামার আত্মা শান্তি পাবে”।

অভিযুক্ত পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “এই রায়ে আমরা সংক্ষুব্ধ। বিচারে নয়জনকে ঢালাওভাবে মৃত্যুদন্ডের আদেশ সঠিক হয়নি। মক্কেলের সঙ্গে আলোচনা করে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে”।

XS
SM
MD
LG