বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা সদরের শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় এক শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাসুদ রানা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) সদর থানা পুলিশের একটি টিম দৌলতদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযুক্ত মাসুদ রানা (৫০) দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী ওই মেয়েটির বাবা চুয়াডাঙ্গা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী। সংসারের অভাব অনটনের কারণে তার স্ত্রীও বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করেন। স্বামী-স্ত্রী দুজনই সারাদিন বাড়ির বাইরে থাকার সুযোগে মাসুদ রানা প্রায়ই তার মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৭ মার্চ সন্ধ্যায় বাড়িতে ঢুকে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন মাসুদ রানা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, “শারীরিক প্রতিবন্ধী ওই মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করেছে।”