অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবাসী বাংলাদেশি সাংবাদিক কনক সারোয়ারের বোন শাহরিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট


বাংলাদেশের হাইকোর্ট ভবন। (ছবি- ইউএনবি)
বাংলাদেশের হাইকোর্ট ভবন। (ছবি- ইউএনবি)

প্রবাসী বাংলাদেশি সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সোমবার (১৫ মার্চ) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২৫ জানুয়ারি ওই মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

সোমবার শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়।

নুসরাত শাহরিন রাকার আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহরিনকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে গত ২৫ জানুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে হাইকোর্ট ওই মামলার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেকটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।”

এখন শাহরিনের মুক্তিতে কোনো বাধা নেই বলে জানান তিনি।

এর আগে গত ৫ অক্টোবর ভোরে রাজধানী ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে তাকে আটক করে ‌আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করা হয়।

XS
SM
MD
LG