অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ বাহিনীর গোলাবর্ষণের মধ্যেই কিয়েভ সফরে ইওরোপীয় নেতারা


কিয়েভে বোমা হামলায় আগুন লাগা একটি ভবনের আগুন নেভানোর চেষ্টা করছেন অগ্নি নির্বাপক বিভাগের লোকজন।
কিয়েভে বোমা হামলায় আগুন লাগা একটি ভবনের আগুন নেভানোর চেষ্টা করছেন অগ্নি নির্বাপক বিভাগের লোকজন।

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে তিন সপ্তাহব্যাপী রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণের মধ্যেই তিন ইওরোপীয় নেতা মঙ্গলবার (১৫ মার্চ) কিয়েভ অভিমুখে রওনা হয়েছেন।

মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানীতে বেশ কয়েকটি বিমান হামলা হয়েছে। এর মধ্যে একটি হামলায় কিয়েভের একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো মঙ্গলবার রাত থেকে শহরে ৩৬ ঘন্টার জন্য কারফিউ ঘোষণা করেছেন।

চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেছেন যে, তিনি জেলেনস্কি ও ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সঙ্গে দেখা করার জন্য ইওরোপীয় কাউন্সিলের প্রতিনিধি হিসেবে পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জানসার সঙ্গে মঙ্গলবার কিয়েভ যাচ্ছেন।

“এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেনের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য সমগ্র ইওরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন নিশ্চিত করা”, ফিয়ালা বলেছেন। “এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেন এবং ইউক্রেনীয়দের জন্য আমাদের সমর্থনের একটি বৃহৎ প্যাকেজ উপস্থাপন করা”।

“বিশ্বের এই সংকটময় সময়ে ইতিহাসের প্রয়োজনে ন্যায়ের পথ বেছে নেওয়া আমাদের কর্তব্য”, মোরাউইকি ফেসবুকে লিখেছেন। “কারণ এটি আমাদের ব্যক্তিগত বিষয় নয়, এটি আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য প্রয়োজন, যারা একটি অন্যায়হীন মুক্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারে”।

ইওরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন এক দফা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, যার মধ্যে কিছু রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির সঙ্গে লেনদেন এবং রাশিয়ার জ্বালানি খাতে নতুন বিনিয়োগের পাশাপাশি লোহা, ইস্পাত এবং বিলাসবহুল পণ্যের ওপর কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

“গুরুত্বপূর্ণ অলিগার্ক, লবিস্ট এবং প্রজ্ঞাপকদের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে যারা ইউক্রেনের পরিস্থিতির নিয়ে ক্রেমলিনের ভাষ্য ছড়ানোর পাশাপাশি বিমান চালনা, সামরিক ও দ্বৈত ব্যবহার, জাহাজ নির্মাণ এবং যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে চাপ দিচ্ছে”।

আন্তর্জাতিক মহলে বেশির ভাগ দেশই অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে শাস্তি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। জাপান মঙ্গলবার রুশ সংসদের ১১ সদস্য, বিলিয়নিয়ার ভিক্টর ভেকসেলবার্গ এবং ব্যাংকার ইউরি কোভালচুকের পরিবারের সদস্যসহ ১৭ জন রুশ নাগরিকের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের আলোচকদের সোমবার একটি বৈঠকের পরে মঙ্গলবার আরও আলোচনা করার কথা ছিল। আগের পর্বের মতো প্রতিবেশী বেলারুশে মুখোমুখি আলোচনা না করে মঙ্গলবারের আলোচনাটি ভিডিওর মাধ্যমে অনুষ্ঠিত হয়। তবে আলোচনায় অগ্রগতির কোনো লক্ষণ দেখা যায়নি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র আলোচনাকে সমর্থন করে, তবে আমরা এমন কোনো লক্ষণ দেখতে চাই যে, রাশিয়া সহিংসতার প্রত্যাহার করে আলোচনায় যুক্ত হতে ইচ্ছুক।

মঙ্গলবার ইউক্রেনের জন্য জরুরি সামরিক ও মানবিক সহায়তার জন্য ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজে স্বাক্ষর করার কথা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কংগ্রেসের উদ্দেশে দেওয়া একটি ভাষণে ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোনসহ আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদনের সুত্র ধরে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নো ফ্লাই-জোনের আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন যে, সরকার মঙ্গলবার বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য নয়টি মানবিক করিডোর খুলতে সক্ষম হবে এবং দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলসহ রুশ বাহিনী কর্তৃক অবরুদ্ধ এলাকাগুলোতে সহায়তা সরবরাহ করতে সক্ষম হবে বলে আশা করছে, যেখানে সোমবার রাশিয়ার গোলাবর্ষণের কারণে সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি।

মারিউপোলে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন যে, আগে কয়েকবার ব্যর্থ হলেও সোমবার অভূতপূর্বভাবে একটি বেসামরিক গাড়িবহর বেসামরিক লোকদের সরিয়ে নিতে সক্ষম হয়েছে। কর্মকর্তারা বলেছেন যে, করিডোরটি খোলা থাকায় প্রথম দুই ঘন্টায় ১৬০টি গাড়ি বেরিয়ে গেছে।

জাতিসংঘ মঙ্গলবার বলেছে যে, আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেন থেকে প্রায় তিন মিলিয়ন লোক পালিয়ে গেছেন।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, একজন নারী মস্কোতে রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ সম্প্রচারের সময় যুদ্ধবিরোধী পোস্টার নিয়ে সম্প্রচার বিঘ্নিত করেন, সেটি নিছক “গুন্ডামি”।

পোস্টারটিতে ইংরেজিতে লেখা ছিল “যুদ্ধ নয়” এবং সেই শব্দগুলোর নিচে রুশ ভাষায় লেখা ছিল, “যুদ্ধ বন্ধ করুন। অপপ্রচারে বিশ্বাস করবেন না। এখানে তারা আপনাকে মিথ্যা বলছে”।

পোস্টারটিতে ইংরেজিতে স্বাক্ষর ছিল, “যুদ্ধের বিরুদ্ধে রুশ নাগরিক”।

[এই প্রতিবেদনের কিছু তথ্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এজেন্সি ফ্রান্স-প্রেস এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে]

XS
SM
MD
LG