স্থায়ী লিগ্যাল স্ট্যাটাস ছাড়াই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে এমন আফগানদের অস্থায়ী ভাবে বসবাস ও কাজের অনুমতি দেবে বাইডেন প্রশাসন। এ পদক্ষেপ গত বছর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহারের পরে সরিয়ে নেয়া ব্যক্তিদের সাহায্য করতে পারে।
কথিত টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) অনুদান গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে সংকটাপন্ন আফগানদের সরিয়ে নেওয়ার অংশ হিসাবে "মানবিক প্যারোল" নামে পরিচিত আরেকটি অস্থায়ী স্থিতির অংশ হিসেবে প্রবেশ করা ৭২,৫০০ আফগানের প্রাপ্য হবে।বুধবার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এ তথ্য জানিয়েছে।
ছাত্র,কর্মসংস্থান ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ২০০০ আফগান যারা আগস্টে তালিবান দখলের পর আর আফগানিস্তানে ফিরতে পারেননি তারাও টিপিএস-এর সুযোগ পাবেন।
১৫ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য এই সুযোগটি পাওয়া যাবে এবং এর মেয়াদ ১৮ মাস। তবে ডিএইচএস বলেছে, এ মর্যাদা আবার নবায়ন করা যেতে পারে।
ইসলামপন্থী তালিবান আগস্টে আফগানিস্তান দখল করে যখন প্রাক্তন পশ্চিমা-সমর্থিত সরকার বিস্ময়কর গতিতে ভেঙে পড়ে এবং ২০ বছর যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার করা হয়।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন তার রিপাবলিকান পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বিধিনিষেধমূলক পদ্ধতির বিপরীতে টিপিএস-এর অধীনে মানবিক সুরক্ষার জন্য যোগ্য অভিবাসীদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন।
প্যারোলে প্রবেশকারী আফগানরা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করতে পারে। তবে বাইডেন প্রশাসন কংগ্রেসকে এমন আইন পাস করার আহ্বান জানিয়েছে যার ফলে আরও সোজা পথে নাগরিকত্ব পাওয়া যাবে।