অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র -পাকিস্তান সম্পর্কের অবনতি


 ফা্কইল ফটো : প্রধানমন্ত্রী চীনের দেওয়া একটি জঙ্গি বিমানের ককপিটে বসে আছেন , মার্চ ১১,২০২২
ফা্কইল ফটো : প্রধানমন্ত্রী চীনের দেওয়া একটি জঙ্গি বিমানের ককপিটে বসে আছেন , মার্চ ১১,২০২২

শেষবার যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক শীতল হয়ে গিয়েছিল ১৯৯০ দশকের গোড়ার দিকে, আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী প্রত্যাহারের পর যখন পাকিস্তানের সমর্থন ও আঞ্চলিক গোয়েন্দার আর কোন প্রয়োজন ছিল না যুক্তরাষ্ট্রের। দুই দশকের ব্যয়বহুল যুদ্ধের অবসানে গত বছর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর মনে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ওয়াশিংটন ও ইসলামাবাদের দূরত্ব বেড়ে চলেছে।

উইলসন সেন্টারে বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান ভয়েস অফ আমেরিকাকে বলেন, “দীর্ঘ দিন ধরেই ওয়াশিংটন আফগানিস্তানের চোখ দিয়ে পাকিস্তানকে দেখে আসছে”।

সাড়ে বাইশ কোটি লোক অধ্যূষিত পরমাণু অস্ত্র সজ্জিত পাকিস্তানের জন্য বৈশ্বিক শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখাটা জরুরি যাতে করে অন্তত সামরিক দিক দিয়ে তার ঘোর শত্রু ভারতের সঙ্গে ভারসাম্য বজায় রাখা যায় এবং অভ্যন্তরীন সমস্যবগুলোর সমাধান করা যায় ।

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের তথ্য অনুযায়ী আফগানিস্তানে যুদ্ধের শুরু থেকে ২০২১ সালে যুদ্ধ শেষ হ্ওয়া অবধি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক ও অসামরিক খাতে ৩,২৫০ কোটি ডলার সাহায্য দিয়েছে।

২০১৮সালে যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য স্থগিত করা হয় এবং ২০২২ সালের জন্য তা ৩০ কোটিতে নামিয়ে আনা হয়।

গত মাসের শেষের দিকে রাশিয়ার সৈন্যরা যখন ইউক্রেন আক্রমণ শুরু করে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্রেমলিন সফরে গিয়ে রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা চান । ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও খান বলেন পাকিস্তান রাশিয়া থেকে গম ও গ্যাস আমদানি অব্যাহত রাখবে।

জাতিসংঘের ১৯৩ টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১ টি রাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দে করেছে, কিন্তু এই তালিকায় রহস্যজনক ভাবেই নেই পাকিস্তান।

এ দিকে পাকিস্তান ৭৫ কোটি ডলার খরচ করে চীনের কাছ থেকে অস্ত্র কিনেছে। গত সপ্তাহে পাকিস্তানের বিমান বাহিনী চীনের তৈরি জঙ্গি বিমানের প্রথম চালানটি প্রদর্শন করে।

যুক্তরাষ্ট্রেও পাকিস্তান সরকারকে অসৎ বলে মনে করা হয় , বিশেষত ঐ অঞ্চলে ইসলামি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য স্কট পেরি ভয়েস অফ আমেরিকাকে বলেন, “পাকিস্তান বছরে পর বছর চাতুরি করে এসেছে”। তিনি আরও বলেন দেশটি হচ্ছে বহু সন্ত্রাসবাদী গোষ্ঠীরই কেন্দ্রস্থল।

গত সপ্তাহে কেরি কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করেন যেখানে পাকিস্তানকে রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসাবাদী দেশ হিসেবে চিহ্নিত করার কথা আছে।

তবে এই প্রস্তাব পাশ হবে কী না সেটা বলার সময় এখনও আসেনি কিন্তু যখন তাঁকে জিজ্ঞেষ করা হয় যুক্তরাষ্ট্র আফগানিস্তান ত্যাগের সাত মাস পর এখন এই প্রস্তাব কেন তিনি উত্থাপন করছেন, তখন এর জবাবে পেরি রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা বলেন।

XS
SM
MD
LG