অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের অধিবাসীদের অস্থায়ী বসবাসের অনুমতি দিচ্ছে কানাডা


কানাডার অ্যালবার্টার ইউক্রেনের স্থায়ী বাসিন্দাদের এলাকায় রয়েছেে লেখা , “ ইউক্রেনের জন্য প্রার্থনা করুন”। ছবি, মার্চ ৮, ২০২২
কানাডার অ্যালবার্টার ইউক্রেনের স্থায়ী বাসিন্দাদের এলাকায় রয়েছেে লেখা , “ ইউক্রেনের জন্য প্রার্থনা করুন”। ছবি, মার্চ ৮, ২০২২

বৃহস্পতিবার অটোয়া ঘোষণা করেছে যে, তারা একটি নতুন অভিবাসন কর্মসূচি শুরু করছে যা রাশিয়ান আক্রমণ থেকে পালিয়ে আসা ইউক্রেনীয়দের তিন বছরের জন্য কানাডায় অস্থায়ী বসবাসের অনুমতি দেবে।

ইতোমধ্যেই কানাডায় বিশেষ করে দেশটির মধ্যাঞ্চল ও পশ্চিমে বিরাট সংখ্যক ইউক্রেনীয় প্রবাসী বাস করে। এক বিবৃতিতে কানাডা জানায়, “"ইউক্রেনীয়রা এবং তাদের পরিবারের সদস্যরা তা তাঁরা যে কোনো দেশের নাগরিক হউন না কেন তিন বছর পর্যন্ত অস্থায়ী বাসিন্দা হিসাবে কানাডায় থাকতে পারবে।“

আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে এবং আঙুলের ছাপ ও একটি ছবি দিতে হবে।

ইউক্রেনীয় শরণার্থীরা একই সাথে কাজের এবং অধ্যয়নের অনুমতির জন্য আবেদন করতে পারবেন।

ইতোমধ্যে কানাডায় বসতি স্থাপনকারী ইউক্রেনীয় ও তাদের পরিবারও নতুন এ নিয়মের দ্বারা উপকৃত হবে। এ নিয়মের ফলে "তাদের ভিজিটর স্ট্যাটাস বা কাজের অনুমতি ৩ বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে, তারা নতুন কাজের বা অধ্যয়নের অনুমতির জন্য আবেদন করতে পারে, বা তাদের বর্তমান অনুমতির মেয়াদ বাড়াতে পারে।"

বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের গণনা অনুসারে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার মারাত্মক আক্রমণ শুরু হবার পর ৩০ লাখেরও বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছে যার অর্ধেকেরও বেশি আশ্রয় নিয়েছে পোল্যান্ডে।

XS
SM
MD
LG