অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনায় আবার মৃত্যুশূন্য ২৪ ঘণ্টা, শনাক্তও কমেছে



বাংলাদেশে করোনা পরিস্থিতি
বাংলাদেশে করোনা পরিস্থিতি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছিল।

শনিবার (১৯ মার্চ) অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২ জনের শরীরে নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জনে পৌঁছেছে। অন্যদিকে মৃতের সংখ্যা মোট ২৯ হাজার ১১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৪৫১ নমুনা সংগ্রহ করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ১৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ।

XS
SM
MD
LG