অ্যাকসেসিবিলিটি লিংক

এক কোটি পরিবারের কাছে পণ্য বিক্রির প্রস্তুতি নিয়েছে টিসিবি


লাইনে দাঁড়িয়ে টিসিবি'র ট্রাক থেকে ভোজ্য তেল ক্রয় করছে মানুষ।
লাইনে দাঁড়িয়ে টিসিবি'র ট্রাক থেকে ভোজ্য তেল ক্রয় করছে মানুষ।

বাংলাদেশের এক কোটি মানুষের জন্য রবিবার (২০ মার্চ) থেকে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বাংলাদেশ সরকার ইতিমধ্যে ৮৭ লাখ কার্ডধারীর একটি তালিকা তৈরি করেছে। এই কার্ডধারীরা দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল পাবেন। সরকারের পক্ষ থেকে টিসিবি সারাদেশে প্রতি লিটার ভোজ্যতেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ৩০ টাকায় ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করবে।

টিসিবি জানায়, সরকার সারাদেশে ৮৭ লাখ পরিবারের তালিকা চূড়ান্ত করেছে। এর মধ্যে ৩০ লাখ পরিবার একটি করে পরিবার কার্ড পেয়েছে। ৫৮ লাখ ১০ হাজার সুবিধাভোগী পরিবার সারাদেশে স্থানীয় সরকার প্রতিনিধি ও জেলা প্রশাসনের সহায়তায় পারিবারিক কার্ডের জন্য তালিকাভুক্ত হয়েছে। টিসিবির মোবাইল ট্রাকের মাধ্যমে এক কোটি উপকারভোগী পরিবারের কাছে পণ্য বিক্রি করা হবে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান ইউএনবিকে জানান, প্রথম পর্যায়ে প্রতিটি সুবিধাভোগী পরিবার ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল পাবেন।

তিনি বলেন, “ঢাকা শহরে প্রচুর ভাসমান লোক রয়েছে। তারা এ ব্যবস্থায় একটি প্যাকেজ পাবেন। তবে টিসিবি পণ্য সরবরাহের নকল এড়াতে বিশেষ মার্কিং পদ্ধতি প্রয়োগ করা হবে বলে জানান তিনি।

XS
SM
MD
LG