অ্যাকসেসিবিলিটি লিংক

এশিয়া কাপ আর্চারিতে ৩টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ


স্বর্ণপদক বিজয়ী দু'জন 'ভি' বা বিজয় চিহ্ন দেখাচ্ছেন।
স্বর্ণপদক বিজয়ী দু'জন 'ভি' বা বিজয় চিহ্ন দেখাচ্ছেন।

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (২০২২) তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডের পর্যটন শহর ফুকেটে শনিবার (১৯ মার্চ) শেষ হওয়া এই টুর্নামেন্টের স্টেজ ১-এ নাসরিন আক্তারের হাত ধরে নিজেদের ঝুড়িতে তিনটি স্বর্ণপদক যোগ করেছে বাংলাদেশ আর্চারি দল।

১৭ সদস্যের বাংলাদেশ জাতীয় আর্চারি দল মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নেয়।

শনিবার ইভেন্টের ফাইনালে বাংলাদেশের নাসরিন আক্তার তার স্বদেশি দিয়া সিদ্দিককে ৬-২ সেটে হারিয়ে রিকার্ভ নারী এককের কাঙ্ক্ষিত সোনার পদক জিতে নিয়েছেন। এ ছাড়া রৌপ্য পদক জিতেছেন দিয়া সিদ্দিকী।

অন্যদিকে রোমান সানার সঙ্গে নাসরিন আক্তার জুটি বেঁধে ইভেন্টের ফাইনালে তাদের ভারতীয় প্রতিপক্ষকে ৫-৩ সেটে পরাজিত করে রিকার্ভ মিশ্র দল ইভেন্টের স্বর্ণপদক জিতে নিয়েছেন।

এ ছাড়া ভারতকে ৬-৫ সেটে হারিয়ে নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফাহমিদা সুলতানা দিশার সমন্বয়ে বাংলাদেশের রিকার্ভ নারী দল ইভেন্টের স্বর্ণপদক জিতেছে।

থাই ইন্টারন্যাশনালের একটি ফ্লাইটে রবিবার দুপুরে দেশে ফিরবে বাংলাদেশ দল।

XS
SM
MD
LG