অ্যাকসেসিবিলিটি লিংক

মাত্র ২৫ বছর বয়সে অবসর নিলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় অ্যাশ বার্টি


অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক ফাইনালে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্সকে পরাজিত করার পর অ্যাশ বার্টির উল্লাস। ২৯ জানুয়ারী, ২০২২।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক ফাইনালে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্সকে পরাজিত করার পর অ্যাশ বার্টির উল্লাস। ২৯ জানুয়ারী, ২০২২।

বিশ্বের শীর্ষস্থানীয় মহিলা টেনিস খেলোয়াড় অস্ট্রেলিয়ার অ্যাশলে "অ্যাশ" বার্টি, মাত্র ২৫ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার তিনি বলেছেন যে, তিনি আর টেনিস কোর্টে ফিরে যাচ্ছেন না।

বার্টি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগপ্রবণ ভিডিও পোস্টে এই ঘোষণাটি করেন।

বার্টি বলেন, “টেনিস আমাকে যা দিয়েছে, তার জন্য আমি খুব কৃতজ্ঞ” তবে বলেন, 'অন্য স্বপ্ন তাড়া করার সময় এসেছে।

অস্ট্রেলিয়ান ওপেনে তার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতার মাত্র দুই মাস পর বার্টির অবসরের এই মর্মান্তিক সিদ্ধান্তটি এলো। আর অস্ট্রেলিয়ার ইতিহাসে ৪৪ বছরে এই শিরোপা জেতা প্রথম কোনও স্বদেশী খেলোয়াড় তিনি। জুন ২০১৯ থেকে তিনি র‍্যাংকিং-এ এক নম্বরে রয়েছেন।

২০১০ সালে অভিষেকের পর, বার্টি অতি দ্রুতই মেয়েদের শীর্ষ সারিতে উঠে আসেন, এক বছর পরে মাত্র ১৫ বছর বয়সে উইম্বলডন জুনিয়র খেতাব জিতে নেন। কিন্তু তিন বছর পর ২০১৪ সালে টেনিস থেকে ক্ষান্ত দেন তিনি। ক্রমাগত ভ্রমণের কারণে বিরক্ত হয়ে একপর্যায়ে অস্ট্রেলিয়ায় একটি পেশাদার ক্রিকেট দলেও যোগ দেন বার্টি।

তিনি ২০১৬ সালে আবারো সফরে ফিরে আসেন এবং অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে তার মর্যাদা পুনরুদ্ধার করেন। তার ক্যারিয়ারের ১৫টি একক শিরোপার মধ্যে ২০১৯ ফ্রেঞ্চ ওপেন এবং গত বছরের উইম্বলডন শিরোপা অন্তর্ভুক্ত রয়েছে।

[এই প্রতিবেদনের কিছু তথ্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স এবং এজেন্সি ফ্রান্স-প্রেস থেকে নেয়া হয়েছে]।

XS
SM
MD
LG